Rishabh Pant | T20 World Cup 2022: ঋষভের ছবি বুকে কাঁপুনি ধরাচ্ছে, হাঁটু মোড়া মোটা স্ট্র্যাপে-আইস প্যাকে!

ঋষভ পন্থের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে তাঁর হাঁটু মোড়া মোটা স্ট্র্যাপে-আইস প্যাকে! যা দেখে নেটিজেনদের বুকে কাঁপুনি ধরে গিয়েছে। 

Updated By: Oct 18, 2022, 02:18 PM IST
Rishabh Pant | T20 World Cup 2022: ঋষভের ছবি বুকে কাঁপুনি ধরাচ্ছে, হাঁটু মোড়া মোটা স্ট্র্যাপে-আইস প্যাকে!
পন্থও চোটের তালিকায়! ছবি বাড়িয়ে দিচ্ছে আশঙ্কা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে মহাযুদ্ধ। হাতে আর ঠিক পাঁচদিন। আগামী রবিবার অর্থাৎ ২৩ অক্টোবর, চিরপ্রতিদ্বন্দী পাকিস্তানের বিরুদ্ধে মেলবোর্নের বাইশ গজে মুখোমুখি টিম ইন্ডিয়া (India vs Pakistan)। কুড়ি ওভারের বিশ্বকাপে (T20 World Cup 2022) রোহিত শর্মা (Rohit Sharma) বনাম বাবর আজম (Babar Azam) ডুয়েল। কিন্তু হাইভোল্টেজ মহারণের আগে যে ছবি ভাইরাল হয়েছে, তা অনুরাগীদের বুকে কাঁপুনি ধরাচ্ছে। ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant) দেখা গিয়েছে যে, তিনি সতীর্থদের সঙ্গে ডাগআউটে বসে আছেন, তাঁর ডান হাঁটু মোড়া মোটা স্ট্র্যাপে ও আইস প্যাকে। খুব স্বাভাবিক ভাবেই এই ছবি বলে দিচ্ছে যে, পন্থের হাঁটুর অবস্থা ঠিক নেই। সোশ্যাল মিডিয়ায় এই ছবি আগুনের বেগে ছড়িয়ে পড়েছে। বিশ্বকাপের ঠিক আগে আগেই ভারত যেভাবেন একের পর এক ধাক্কা খেয়েছে, তাতে করে এখন ফ্যানরা পন্থের এই ছবি দেখে সিঁদুরে মেঘ ডরাচ্ছে। এই চোটের জন্যই ভারতকে বিশ্বযুদ্ধে নামতে হচ্ছে একাধিক তারকাকে মাঠের বাইরে রেখেই। বিশ্ববন্দিত অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও জাতীয় দলের এক নম্বর পেসার জসপ্রীত বুমরা ছিটকে গিয়েছেন। নতুন সাদা বল হাতে পেলে কামাল করতে পারা দীপক চাহারও কুড়ি ওভারের বিশ্বযুদ্ধের বাইরে। স্ট্য়ান্ড-বাইতে থাকা দীপককেও অস্ট্রেলিয়ার বিমানে উঠতে দেয়নি এই চোট। 

আরও পড়ুন: Sourav Ganguly, BCCI AGM: বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সৌরভ, মিলল আইসিসি যাওয়ার ছাড়পত্র?

অন্যদিকে ভারতীয় দল নিজেদের ফাইনাল টাচ-আপ দিয়ে নিচ্ছে। ইতিমধ্যে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া প্রস্তুতি ম্য়াচ খেলে ফেলেছে ভারত।  অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও গা ঘামানোর ম্যাচে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে এনেছে রোহিত অ্যান্ড কোং। আগামিকাল অর্থাৎ বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত অন্তিম প্রস্তুতি ম্যাচ খেলবে। তারপরেই তেইশের মহারণ। অস্টেলিয়ার বিরুদ্ধে দুরন্ত পারফর্ম করে ফের শিরোনামে এসেছেন মহম্মদ শামি। বুমরার বদলে বিশ্বকাপের দলে ঢোকা শামি দেখিয়ে দিয়েছেন তিনি কেন আগুন। গত জুলাই থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে জাতীয় দলের তারকা জোরে বোলার শামি। বুমরার বদলে তাঁকে দলে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাসকরের মতো কিংবদন্তিও। তবে শামির ফিটনেস ও অভিজ্ঞতা উপর ভরসা রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। শামির ভরসার মান রাখলেন। 'সহেসপুর এক্সপ্রেস' বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বসেরাদেরই একজন। গত সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ম-আপ ম্যাচে শামিই ছিল ভারতের সারপ্রাইজ প্যাকেজ। ১৯ ওভার পর্যন্ত তিনি ছিলেন অব্যবহৃত। কিন্তু ২০ নম্বর ওভারেই তাঁর হাতে বল তুলে দেন রোহিত। অস্ট্রেলিয়ার জেতার জন্য প্রয়োজন ছিল ৬ বলে ১১ রান। শামি বল হাতে আগুন ঝলসান। পরপর চার বলে একাই তুলে নেন চার উইকেট। অস্ট্রেলিয়ার নিশ্চিত জেতা ম্যাচের স্বপ্ন ভেঙে গুঁড়িয়ে দিলেন বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা জোরে বোলার। অ্যারন ফিঞ্চ ভাবতেও পারেননি যে, এত বড় চমক তাঁর জন্য তোলা আছে। শেষ ওভারে শামির সৌজন্যেই ভারত ৬ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে অনেকটা আত্মবিশ্বাস বাড়িয়ে নিল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.