নিজস্ব প্রতিবেদন: রবিবার (২৬ জুন) আয়ারল্যান্ডের (Ireland) ডাবলিনে একেই মারাত্মক ঠাণ্ডা ছিল। সেই সঙ্গে বৃষ্টি হওয়ায় পারদ অনেকটাই নেমে গিয়েছিল। সেই কনকনে ঠাণ্ডার মাঝেই টিম ইন্ডিয়ার (Team India) অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বে আয়ারল্যান্ডের (Ireland vs India) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলে ভারত। বৃষ্টি-বিঘ্নিত ম্যাচ ১৬ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে যায় ভারত। তবে ঠাণ্ডার জেরে রীতিমতো কাঁপতে কাঁপতে খেলতে হয়েছে ভারতীয় দলকে। সেটাই জানালেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চাহাল জানিয়েছেন, এত ঠাণ্ডায় বল করাটা কতটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছিল তাদের কাছে। যদিও ৩ ওভার বল করে ১১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন যুজি। হয়েছেন ম্যাচের সেরা। বোলারদের দাপটেই ১২ ওভারের ম্যাচে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান করতে পেরেছিল আয়ারল্যান্ড।


যুজি বলছিলেন, "ঠান্ডায় বল করা খুব কঠিন হয়ে উঠেছিল। আমি ফিঙ্গার স্পিনারের মতো অনুভব করেছি। কিন্তু আমাকে মানিয়ে নিতে হয়েছিল। হার্দিকের অধীনে সবটা সুষ্ঠ ভাবে হয়েছে। ও আমাকে পরিকল্পনা বাস্তবায়নের স্বাধীনতা দিয়েছে। আমি তিনটি সোয়েটার পরে রয়েছি, তাও আরাম পাচ্ছি না।"



যুজি ছাড়াও ভারতের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার, হার্দিক, আবেশ খান। অভিষেক ম্যাচে উমরান মালিক ১ ওভার বল করে ১৪ রান দিয়েছেন। আয়ারল্যান্ডের হ্যারি টেকটর ৬৪ রান করেছেন। বাকিরা কেউই সেই ভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।


জবাবে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৯.২ ওভারে ১১১ রান করে ফেলে ভারত। দীপক হুডা করেছেন অপরাজিত ৪৭ রান। ঈশান কিশান করেছেন ২৬, হার্দিক পাণ্ডিয়ার সংগ্রহ ২৪। আয়ারল্যান্ডের ক্রেগ ইয়ং ২ উইকেট নিয়েছেন। জোস লিটল নিয়েছেন ১ উইকেট। 


আরও পড়ুন: Exclusive, Junior Wimbledon: ঘাসের কোর্টে দাপট দেখাতে যাচ্ছেন প্রথম বঙ্গতনয়া ঐশী দাস


আরও পড়ুন: Hardik Pandya, Ireland vs India: কেন ওপেন করেননি রুতুরাজ? কারণ জানালেন হার্দিক


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)