জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের শুরুতেই দুরন্ত জয় পেয়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। জস বাটলারের দলকে ৫০ রানে হারিয়ে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে নীল জার্সিধারীরা। আগামিকাল অর্থাৎ শনিবার বার্মিংহ্যামের এজবাস্টনে দ্বিতীয় টি-২০ খেলেবে ভারত-ইংল্যান্ড। এই ম্যাচ জিততে পারলেই সিরিজ চলে আসবে ভারতের পকেটে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনাচক্রে দ্বিতীয় টি-২০ ম্যাচে বিরাট কোহলি, ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরার মতো ভারতের স্টার ক্রিকেটাররা ফিরছেন। এজবাস্টন টেস্টের পর বিশ্রাম নিয়ে ফের ফিরছেন সিনিয়ররা। এখন যা পরিস্থিতি তাতে করে প্রথম একাদশ বেছে নিতে রীতিমতো সমস্যায় পড়বে টিম ম্যানেজমেন্ট। দীপক হুডা, ঈশান কিশান কিংবা দীনেশ কার্তিকের মধ্যে কাউকে বসতে হতে পারে। কী হতে পারে দল! কে বসতে পারেন? এই নিয়েই বড় ভবিষ্যদ্বাণী করে দিলেন ভারতের প্রাক্তন জোরে বোলার জাহির খান।


এক সাক্ষাৎকারে জাহির বলেন, "এটা বলা অত্যন্ত কঠিন যে, ভারতের দল নির্বাচন কোন দিকে চালিত হবে। ভারত সিরিজের প্রথম ম্যাচ জিতেছে। বাকি সিরিজে কোনও পরিবর্তন হবে না। আমার মনে হয় না, দলে কোনও বদল আসবে। খুব বেশি হলে একটি পরিবর্তন আসতে পারে। দেখা যাক কী হয়! আমি বদলের কোনও সম্ভাবনা দেখছি না। কেউ মোমেন্টাম বদলাতে চায় না। অর্শদীপ সিং দ্বিতীয় টি-২০ ম্যাচে নেই। জসপ্রীত বুমরা খেলবে ওর জায়গায়।" এখন দেখার দলে কী পরিবর্তন হয়।


আরও পড়ুন: Steve Smith: কাটল ১৯ মাসের খরা! অবশেষে সেঞ্চুরি স্মিথের, টপকে গেলেন কোহলিকে


আরও পড়ুনHappy Birthday Sourav Ganguly: ঝরঝরে বাংলায় প্রিয় দাদিকে মনছোঁয়া শুভেচ্ছা সচিনের


আরও পড়ুনEoin Morgan: 'মাঝেমধ্যে প্রতিপক্ষকেও ওয়েলডান বলতে হয়'! রোহিতদের আগ্রাসনে মোহিত মর্গ্যান


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)