বিশ্বের সপ্তম ব্যক্তি হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখালেন জিদান
ছমাস আগে যখন দলের দায়িত্ব নিয়েছিলেন তখন রীতিমত টলমল অবস্থা রিয়াল মাদ্রিদের অন্দরমহলে। জিনেদিন জিদান ম্যানেজার হওয়ায় প্রশ্ন তুলেছিলেন বার্নাবিউয়ের অনেকেই। প্রায় প্রতি ম্যাচে পরীক্ষা নিতে হয়েছে ফরাসি এই কিংবদন্তীকে। ছয়. মাসেই অবশ্য রিয়ালের চেহারা বদলে দিলেন জিদান। অনেকটা ম্যাজিকের মতো। স্ট্র্যাটেজি থেকে ম্যান ম্যানেজমেন্ট। সবদিকেই দক্ষতা দেখিয়েছেন জিদান। রোনাল্ডো, বেলদের বন্ধু হয়ে উঠেছেন কিছুদিনের মধ্যে। শনিবার রাতে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয় কোচ জিদানকে নায়কের আসনে বসিয়ে দিল। বিশ্বের সপ্তম ব্যাক্তি হিসেবে ফুটবলারের পাশাপাশি কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বাদ পেলেন জিদান। ইউরোপ সেরা হওয়ার পর দলের সেরা অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দলের হেড স্যার। সবে মাত্র ফিট হয়ে উঠেই দলের স্বার্থে সিআর সেভেনে যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন তাতে উচ্ছ্বসিত জিদান।
ওয়েব ডেস্ক: ছমাস আগে যখন দলের দায়িত্ব নিয়েছিলেন তখন রীতিমত টলমল অবস্থা রিয়াল মাদ্রিদের অন্দরমহলে। জিনেদিন জিদান ম্যানেজার হওয়ায় প্রশ্ন তুলেছিলেন বার্নাবিউয়ের অনেকেই। প্রায় প্রতি ম্যাচে পরীক্ষা নিতে হয়েছে ফরাসি এই কিংবদন্তীকে। ছয়. মাসেই অবশ্য রিয়ালের চেহারা বদলে দিলেন জিদান। অনেকটা ম্যাজিকের মতো। স্ট্র্যাটেজি থেকে ম্যান ম্যানেজমেন্ট। সবদিকেই দক্ষতা দেখিয়েছেন জিদান। রোনাল্ডো, বেলদের বন্ধু হয়ে উঠেছেন কিছুদিনের মধ্যে। শনিবার রাতে রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগ জয় কোচ জিদানকে নায়কের আসনে বসিয়ে দিল। বিশ্বের সপ্তম ব্যাক্তি হিসেবে ফুটবলারের পাশাপাশি কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ জেতার স্বাদ পেলেন জিদান। ইউরোপ সেরা হওয়ার পর দলের সেরা অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন দলের হেড স্যার। সবে মাত্র ফিট হয়ে উঠেই দলের স্বার্থে সিআর সেভেনে যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন তাতে উচ্ছ্বসিত জিদান।