নিজস্ব প্রতিবেদন : কোচবিহারে সিতাইয়ে ভাঙচুর, আগুন লাগানো ও সন্ত্রাসের ঘটনায় গ্রেফতার করা হল ১০ জন বিজেপির সমর্থককে। রাতভর অভিযান চালিয়ে ১০ বিজেপি সমর্থককে গ্রেফতার করে পুলিস। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে আধাসেনা নেমেছে এলাকায়। তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ধৃতরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ভোটের ফলাফল ঘোষণা হতে না হতেই অগ্নিগর্ভ  কোচবিহারের সিতাই। সিতাই-এ তৃণমূল পার্টি অফিস জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। দলের কর্মী সমর্থকদের অভিযোগ, শুক্রবার সকালে হাজার হাজার বিজেপি সমর্থকরা বাইক নিয়ে  লাঠি-বাঁশ হাতে এসে হামলা চালায়, এরপর জ্বালিয়ে দেওয়া হয় দলীয় কার্যালয়।


আরও পড়ুন, ভোটে পিছিয়ে পড়ায় বারাসতের কদম্বগাছিতে রাস্তায় ইট তুলে ফেলল তৃণমূল


এরপর তৃণমূল ব্লক সভাপতির বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা, ভাঙচুর করা তাঁর বাড়ি। উল্লেখ্য গতকাল ফল প্রকাশের দীর্ঘদিনের গড় এই সিতাই তৃণমূলের হাত ছাড়া হয়ে যায়। জয়লাভ করে বিজেপি। আর এরপরই পরিস্থিতি খারাপ হতে শুরু করে।