ভোটে পিছিয়ে পড়ায় বারাসতের কদম্বগাছিতে রাস্তায় ইট তুলে ফেলল তৃণমূল
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় ১,৭০০ মিটার কাচা রাস্তা পাকা করার কাজ চলছিল। সেখানে পাতা হয়েছিল ইট। শুক্রবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাস্তা থেকে ইট তুলে ফেলে বলে অভিযোগ।
নিজস্ব প্রতিবেদন: ভোটে লিড না পাওয়ায় নির্মিয়মান রাস্তার ইট তুলে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনা বারাসতের কদম্বগাছি পঞ্চায়েতের শ্যাওড়াতলায়।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকায় ১,৭০০ মিটার কাচা রাস্তা পাকা করার কাজ চলছিল। সেখানে পাতা হয়েছিল ইট। শুক্রবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাস্তা থেকে ইট তুলে ফেলে বলে অভিযোগ। সঙ্গে তারা কটূক্তি করে বলেও অভিযোগ। পরে ১০০ দিনের কাজের লোক এসে রাস্তা মেরামতি করেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
শান্তির আবেদন করলেন রাজনৈতিক হিংসায় উদ্বিগ্ন রাজ্যপাল
স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি জানান, বিজেপির অভিযোগ্য ভিত্তিহীন। উন্নয়নে তৃণমূল কখনো বাধা দেয় না। বিজেপি ওই এলাকায় বেশি ভোট পেয়েছে। তাই তৃণমূলকে বদনাম করতে এই কাজ করেছে বিজেপিই।