নিজস্ব প্রতিবেদন : দেশদুড়ে স্বাধীনতা দিবসের রোশনাই। আর এমন দিনেও চোখের জল শুকোচ্ছে না কাঁথির এক ভবঘুরে মায়ের। স্বাধীনতা দিবসের রাতেই মায়ের কোল থেকে হারিয়ে গেল তিন দিনের শিশু।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ছেলেকে নিয়ে বাসস্ট্যান্ডের এক কোণে পড়ে ছিলেন মা। ওটাই বাড়ি। ওটাই একমাত্র মাথা গোঁজার ঠাঁই। খোলা বাসস্ট্যান্ডেই ভবঘুরে মায়ের কোলে ঘুমিয়ে ছিল একরত্তি ছেলে। মঙ্গলবার রাতে সেই যাত্রী প্রতীক্ষালয় থেকেই হঠাত্ উধাও হয়ে যায় ছেলে।


আরও পড়ুন, মাথা বাঁচাতে কড়া কেন্দ্র, হেলমেট নিয়ে নয়া নির্দেশিকা


রাতভর যাত্রী প্রতিক্ষালয়ের আনাচকানাচে ছেলেকে খুঁজে বেরিয়েছেন মা। ছেলের দেখা মেলেনি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরে। কাঁথির সেন্ট্রাল বাসস্ট্যান্ড থেকে কাল রাতে নিখোঁজ হয়ে গিয়েছে তিন দিনের শিশু। কেঁদে ভাসাচ্ছেন মা। কী করবেন, কোথায় যাবেন, কী ভাবে ছেলেকে ফিরে পাবেন? মায়ের চোখে জল শুকোচ্ছে না। আরও পড়ুন, ১৫ অগাস্ট শুধু ভারতের একার নয়...