নিজস্ব প্রতিবেদন: মনসা পুজো উপলক্ষে অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানেই খিচুড়ি প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন কমপক্ষে ৪০ জন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দিতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


কথায় আছে, বাংলার বারো মাসে তেরো পার্বণ। অন্ন মহোৎসবকে তেমনই এক পার্বণ বলা চলে। মনসা পুজো উপলক্ষে গ্রাম বাংলায় এই অন্ন মহোৎসবের আয়োজন করা হয়। ঠিক সেই রকমই এক অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছিল কান্দির হোমতলাতে। সেখানেই ঘটে ঘটনাটি।


আরও পড়ুন, 'জামা ছিঁড়ে দেয়, বিবস্ত্র করার চেষ্টা করে,' মানিকতলায় গায়িকার যৌন হেনস্থায় অভিযুক্ত তৃণমূল নেতা


হোমতলায় অন্ন মহোৎসবে খিচুড়ি ভোগপ্রসাদের আয়োজন করা হয়েছিল। সেই খিচুড়ি প্রসাদ গ্রহণ করেন হোমতলা এলাকার বহু মানুষ। আর তারপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন বলে জানা গিয়েছে। কমপক্ষে ৪০ জন গ্রামবাসী গুরুতর অসুস্থ। অসুস্থদের মধ্যে শিশু ও মহিলাও আছে। অসুস্থরা প্রত্যেকেই কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।