নিজস্ব প্রতিবেদন: তরুণ সমাজকে স্মার্ট ফোন উপহার দেওয়ার বার্তা দিয়ে বেকায়দায় বিজেপি নেতা মুকুল রায়। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় মুকুলে বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ দায়ের করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র রায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত, রবিবার জলপাইগুড়ির ঘুঘুডাঙায় একটি জনসভার আয়োজন করে বিজেপি। সেখানে প্রধান অতিথি হিসাবে ভাষণ দেওয়ার সময়েই মুকুল বলেন, ‘‘জলপাইগুড়ি জেলা পরিষদে বিজেপি ক্ষমতায় এলে, এখানে ১৮ বছরের উর্ধ্বে প্রত্যেক তরুণ-তরুণীর হাতে স্মার্ট ফোন তুলে দেওয়া হবে।’’


আরও পড়ুন: চলন্ত ট্যাক্সির জানলা থেকে বেরিয়ে এল বিশেষ তরল, রবীন্দ্র সরোবরে নারকীয় উল্লাস!


পঞ্চায়েত নির্বাচনের প্রাক লগ্নে দাঁড়িয়ে কোনও জনসভায় এই ধরনের কথা বলায় মুকুল রায়ের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন জলপাইগুড়ি জেলা পরিষদের তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র রায়।


আরও পড়ুন: স্বামী প্রাক্তন স্ত্রীর সঙ্গে রাত কাটাতেন, ঘরে একা ঘুমোতেন দ্বিতীয় স্ত্রী, তাতেই হল কাল


এ প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘মুকুল রায়ের নৈতিক অধঃপতন হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলার নেই।’’