বরুণ সেনগুপ্ত: গণপিটুনি, মব লিঞ্চিং যেন থামছেই না। শুধু গোবলয় নয়, এখন পশ্চিমবঙ্গেও ঘটছে এসব। এবার পিটিয়ে মারার ঘটনা ঘটল ব্যারাকপুর অঞ্চলে। ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখানে রয়েছে এক ফ্যাক্টরি গেট। সেই ফ্যাক্টরির ভেতরে বন্ধুর মেয়ের জন্মদিন খেতে গিয়েছিলেন ইছাপুর আনন্দমঠের বাসিন্দা কৃশানু চ্যাটার্জী। সেখানই, সেই অনুষ্ঠানের পাশে, একটি জায়গায় কয়েকজন বন্ধু মিলে কথা বলছিলেন। ঠিক সেই সময় রাইফেল ফ্যাক্টরির যাঁরা সিকিউরিটি রয়েছেন তাঁরা আসেন এবং প্রত্যেককে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় কৃশানুর।


আরও পড়ুন: Baba Vanga & Nostradamus Predictions: ২০২৫ নিয়ে নসট্রাদামুস ও বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী শুনলে ঠান্ডা স্রোত বইবে শিরদাঁড়া দিয়ে...


আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন দুজন। পরিবারের লোকের দাবি, একটি অনুষ্ঠানবাড়িতে তাঁরা গিয়েছিলেন, সেইখানে কীভাবে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সিকিউরিটি এইভাবে তাঁদের মারধর করতে পারেন! উঠছে প্রশ্ন। 


কদিন আগেই এরাজ্যে গণপিটুনির শিকার হয়েছিলেন এক ব্যক্তি। গরু চোর সন্দেহে তাঁকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল। ঘটনাটি ঘটেছিল ফলতা থানার হরিণডাঙা ২ গ্রাম পঞ্চায়েতের কোদালিয়া গ্রামে। ঘটনার দিন গভীর রাতে একদল দুষ্কৃতকারী কোদালিয়া গ্রামের বাসিন্দা দিলীপ পুরকাইতের বাড়ি গরু চুরি করতে আসে। তখনই গ্রামের এক সিভিক পুলিস থানা থেকে বাড়ি ফিরছিলেন। গভীর রাতে গ্রামের মধ্যে গাড়ি-সহ দুষ্কৃতীদের দেখতে পান ওই সিভিক পুলিস। চিৎকার জুড়ে দেন তিনি।


আরও পড়ুন: Snowfall: সিজনের প্রথম তুষারপাত-রেকর্ডের পরেও চলছে বরফ-স্পেল! দার্জিলিং-সান্দাকফু ক্রমশ ঢাকছে...


তাঁর চিৎকার শুনে গ্রামবাসীরা বেরিয়ে আসেন। বাকিরা গাড়িতে চড়ে চম্পট দিলেও একজন ধরে ফেলেন গ্রামবাসীরা। অভিযোগ, ওই ব্যক্তিকে পাকড়াও করে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল ফলতা থানার পুলিস। কোদালিয়া গ্রাম থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিস মর্গে ময়নাতদন্তের পাঠানো হয়েছিল।


 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)