নিজস্ব প্রতিবেদন: ফের লোকালয়ে হরিণ! খবর পেয়ে ভিড় জমল এলাকায়। হরিণটিকে উদ্ধার করলেন বনকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এবার আতঙ্ক ছড়াল জলপাইগুড়ির ধুপগুড়িতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্থানীয় সূ্ত্রে খবর, ধূপগুড়ির গধেয়ার কুঠি পঞ্চায়েতের দক্ষিণ ঝাড় আলতা গ্রামের বাসিন্দা বিমল চন্দ্র বিশ্বাস। তখন তিনি বাড়িতে ছিলেন না। শৌচাগারে একটি হরিণ দেখতে পান পরিবারের লোকেরা। তাড়া করতেই হরিণটি আবার ঢুকে পড়ে রান্নাঘরে। এরপর কোনওমতে ধরে বন্য প্রাণীটিকে আটকে রাখা হয় পাশের বাড়িতে। 


আরও পড়ুন: Tamluk: গরুর দড়ির ফাঁসে বিপত্তি! কাটা আঙুল নিয়ে সটান হাসপাতালে রোগী; চিকিৎসকের তৎপরতায় রক্ষা!


এদিকে ততক্ষণে খবর পেয়ে এলাকার রীতিমতো ভিড় জমে গিয়েছে। শেষপর্যন্ত ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করেন বনকর্মীরা। এর আগে,  জলপাইগুড়ির মোড়াঘাট রেঞ্জেও একই ঘটনা ঘটেছিল। সেবার হরিণটিকে বেঁধে রেখে বনদফতরে খবর দিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। এদিকে আবার শিলিগুড়ির লাগোয়া গ্ন ডাবগ্রাম বন বিভাগের অন্তর্গত নেপালি বস্তির কাছে উদ্ধার হয়েছে  মৃত ক্যাঙ্গারু।


আরও পড়ুন: Malda: মালদহে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২ তৃণমূল কর্মী, উদ্ধার পিস্তল ও গুলি


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)