Malda: মালদহে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২ তৃণমূল কর্মী, উদ্ধার পিস্তল ও গুলি
ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়।
![Malda: মালদহে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২ তৃণমূল কর্মী, উদ্ধার পিস্তল ও গুলি Malda: মালদহে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ২ তৃণমূল কর্মী, উদ্ধার পিস্তল ও গুলি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/04/05/371003-tmc.jpg)
নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য জুড়ে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারে তৎপর পুলিস। জেলায় জেলায় চলছে অভিযান। মালদহে এবার আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ল দুই তৃণমূলকর্মী। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হরিশ্চন্দ্রপুরে।
পুলিস সূত্রে খবর, ধৃতদের হল রুহুল আমিন ও রহম আলী। দু'জনেই হরিশ্চন্দ্র থানার এলাকারই বাসিন্দা। রহুলের বাড়ি স্থানীয় মালিওর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হরকাবাথান এলাকায়, আর রহমতের পশ্চিম বেলশুর এলাকায়। গতকাল, মঙ্গলবার রাতে মালিওর গ্রাম পঞ্চায়েতের কাটামুনি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের কাছে পাওয়া গিয়েছে একটি 9 MM পিস্তল ও ২ রাউন্ড গুলি।
আরও পড়ুন: Magrahat Arrest: হাতে আগ্নেয়াস্ত্র! সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো পোস্ট করে গ্রেফতার যুবক
এর আগে, মালদহের কালিয়াচকে আবার ভট্টা খেত থেকে উদ্ধার হয় তৃণমূলকর্মীর দেহ। পরিবারের লোকেদের দাবি, সন্ধ্যায় গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি, রাতভর আর ফেরেননি। পরিকল্পনামাফিক খুনের অভিযোগ করেছেন তাঁরা।
আরও পড়ুন: North Barrackpore: তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, ঘটনাস্থলে পুলিস