Purulia Fire: অপারেশন চলাকালীন হাসপাতালে আগুন! বরাতজোরে রক্ষা প্রসূতির
কালো ধোঁয়ায় ঢেকে গেল অপারেশন থিয়েটার।
নিজস্ব প্রতিবেদন: অপারেশন চালকালীনই আচমকাই অগ্নিকাণ্ড! বরাতজোরে রক্ষা পেলেন প্রসূতি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলেন দমকলকর্মীরা। ঘটনাস্থল, পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতাল।
কীভাবে আগুন লাগাল? হাসপাতাল সূত্রে খবর, ঘড়িতে তখন ৬টা। এদিন সন্ধ্যায় লেবাররুম থেকে এক প্রসূতিকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে। এরপর যথারীতি অপারেশনও শুরু দেন চিকিৎসকরা। আচমকাই বিকট শব্দ! চিকিৎসকরা দেখেন, এসিতে আগুন ধরিয়ে গিয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে যায় অপারেশন থিয়েটার।
আরও পড়ুন: Jalpaiguri: মাদককাণ্ডে জড়িত তৃণমূল নেতার বোন! গ্রেফতার অভিযুক্ত
তারপর? খবর দেওয়া হয় দমকলে। তড়িঘড়ি অপারেশন থিয়েটার থেকে প্রসূতিতে বের করা আনা হয়। হাসপাতালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকলকর্মীরা। পাশের ICU-কে নিয়ে গিয়ে ওই মহিলার প্রসব করান চিকিৎসকরা।
আরও পড়ুন: Nayagram Child Missing: ছুটির পর বাড়ি ফেরেনি মেয়ে, হন্যে বাবা-মা; একরত্তির খোঁজে স্কুল গিয়ে 'হতবাক'