ভবানন্দ সিংহ: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চোখের নিমেষে গায়েব হচ্ছে টাকা! কীভাবে? আন্তঃরাজ্য ব্যাঙ্ক-আধার প্রতারণা চক্রের হদিশ মিলল উত্তর দিনাজপুরে। গ্রেফতার ৩। তদন্তে নেমে চক্ষু চড়কগাছ পুলিসের!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Jalpaiguri Death: রাতে সমস্যা সমাধানে এসেছিল বিদ্যুত্ কর্মীরা, ভোরে তড়িতাহত হয়ে মৃত্যু মা-ছেলের


পুলিস সূত্রে খবর, প্রতারণা চক্রের রীতিমতো আধুনিক অফিস খোলা হয়েছে চা বাগানে ঘেরা উত্তর দিনাজপুরের চোপড়ায়। স্রেফ রাজ্য নয়, সেই অফিসেই বসে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্ক গ্রাহকদের টাকা হাতিয়ে নিচ্ছিল প্রতারকরা! গোপন সূত্রে খবর এসেছিল। 


২১ সেপ্টেম্বর প্রথম অভিযান চালায় ইসলামপুর জেলা পুলিস। গ্রেফতার করা হয় ৩ জনকে। উদ্ধার হয় প্রচুর আধার কার্ডে  কপি, জমির দলিলের আঙ্গুলের ছাপের কাগজ। সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট ডেভলপিং কেমিক্যাল,  ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও। ধৃতেরা এখন পুলিসে হেফাজতে। এরপর ফের আরও একটি আধার-ব্যাঙ্ক প্রতারণা চক্রের হদিশ মেলে। কবে? গতকাল, শনিবার। তবে এবার অভিযুক্তদের আর ধরা যায়নি। পালিয়ে যায় তারা।



আরও পড়ুন: পুজোর আগেই ধসে বন্ধ হয়ে গেল জাতীয় সড়ক! কবে খুলবে?


ইসলামপুর পুলিস জেলার অ্য়াডিশনাল এসপি কার্তিকচন্দ্র মণ্ডল জানিয়েছেন, প্রথম যেদিন অভিযান চালানো হয়, সেদিন প্রতারণাচক্রে হদিশ মিলেছিল চোপড়া থানার চোপড়া থানার নারায়ণপুরে। গ্রেফতার করা হয় ৩ জন। দ্বিতীয় দিন অভিযান চালানো হয় চোপড়ারই  চুটিয়াখোড় গ্রাম পঞ্চায়েত এলাকায়। সাধারণ মানুষকে আধার কার্ডে বায়োমেট্রিক লক করার পরামর্শ দিয়েছেন তিনি।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)