Jalpaiguri Death: রাতে সমস্যা সমাধানে এসেছিল বিদ্যুত্ কর্মীরা, ভোরে তড়িতাহত হয়ে মৃত্যু মা-ছেলের

Sep 24, 2023, 11:22 AM IST
1/5

লাগাতার বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরে। জল থইথই জলপাইগুড়ি। এরকম এক পরিস্থিতিতে বিদ্যুত্স্পৃষ্ট হয় মৃত্য়ু হল মা ও ছেলের।

2/5

মর্মান্তিক ওই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি শহরের আদরপাড়া দক্ষিণেশ্বর কালীবাড়ি সংলগ্ন এলাকায়।

3/5

কীভাবে ঘটল এব ঘটনা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে টিনের ঘরে কোনও কারণে শর্ট সার্কিট হয়ে যায়। গতকাতে তাতেই বিদ্যু্তস্পৃষ্ট হয়ে যান ননীবালা রায়(৫৩) নামে এক বৃদ্ধা। তাঁকে বাঁচাতে ছুটে যান তাঁর ছেলে টিঙ্কু রায়(৩৬)। মাকে ধরতেই তিনিও বিদ্যু্তস্পৃষ্ট হয়ে যান। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেল দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়।  

4/5

স্থানীয় বাসিন্দা ঋষিকেশ বর্মন জানান, গতকাল রাতে বাড়িতে বিদ্যুত চলে যায়। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ দিয়ে গেলেও রবিবার সকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনাস্থলে আসে দমকল ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। পুরো ঘটনার তদন্তে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস।

5/5

এলাকার কাউন্সিলর মানসী রায় বলেন, ওদের বাড়িতে বিদ্যুত্ ছিল না। বিদ্যুত্ অফিসে খবর দেওয়ার পর  কর্মীরা এসে তা ঠিক করে দিয়ে যায়। তার পর আজ সকালে শুনলাম ওদের বাড়িতে শর্ট সার্কিট হয়ে মা ও ছেলের মৃত্য়ু হয়েছে।