Malbazar: চিতাবাঘের আক্রমণ চা-বাগানে, পাতা তোলার সময় আহত চা শ্রমিক
বাগান সূত্রে জানা গেছে ওই এলাকায় বেশ কিছুদিন ধরে চিতাবাঘের উৎপাত চলছে। ফলে আতঙ্ক বেড়েছে মানুষের মনে। চেংমারী লোয়ার ডিভিশনের ইনচার্জ সঞ্জয় দেবনাথ বলেন, চিতাবাঘের শাবক আছে কিনা বোঝা যাচ্ছে না।
অরূপ বসাক: চাবাগানে পাতা তোলার সময়, চিতাবাঘের আক্রমণে আহত এক মহিলা চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে শুক্রবার।
মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের আপার চেংমারি ডিভিশনে ঘটেছে এই ঘটনা। জানা গেছে বাগানের পি ডি ৯৩ সেকশনে চা পাতা তুলছিলেন পুর্নিমা ওরাও। সেই সময় চাবাগানের ঝোপ থেকে বেরিয়ে এসে চিতাবাঘ তার উপর ঝাপিয়ে পড়ে।
পুর্নিমার মাথায় থাবা বসায় চিতাবাঘ। কোনওভাবে নিজেকে মুক্ত করে চিৎকার করলে আশেপাশের শ্রমিকরা চলে আসেন। অন্যান্য শ্রমিকেরা এরপর পুর্নিমাকে নিয়ে যান বাগান হাসপাতালে।
খবর দেওয়া হয় বনবিভাগের খুমিয়া রেঞ্জের আধিকারিকদের। আধিকারিকেরা গিয়ে, তাকে নিয়ে যান নাগরাকাটার শুল্কাপাড়া ব্লক হাসপাতালে।
আরও পড়ুন: মৃত সন্তানকে শুঁড়ে তুলে নিয়ে যাচ্ছে মা হাতি! উত্তরবঙ্গের জঙ্গলে মর্মান্তিক Video
বাগান সূত্রে জানা গেছে ওই এলাকায় বেশ কিছুদিন ধরে চিতাবাঘের উৎপাত চলছে। ফলে আতঙ্ক বেড়েছে মানুষের মনে। চেংমারী লোয়ার ডিভিশনের ইনচার্জ সঞ্জয় দেবনাথ বলেন, চিতাবাঘের শাবক আছে কিনা বোঝা যাচ্ছে না। সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই সেকশনে কাজ আপাতত বন্ধ আছে বলেও জানানো হয়েছে।
খুনিয়া রেঞ্জের বিট অফিসার জয়দেব রায় বলেন, আপাতত সুস্থ আছে পুর্নিমা। বন দফতর সব রকম সহযোগিতা করছে বলে জানানো হয়েছে।