মৃত সন্তানকে শুঁড়ে তুলে নিয়ে যাচ্ছে মা হাতি! উত্তরবঙ্গের জঙ্গলে মর্মান্তিক Video
May 27, 2022, 16:24 PM IST
1/6
মৃত বাচ্চাকে শুঁড় দিয়ে আগলে জঙ্গলে
মৃত বাচ্চাকে আগলে ৩০ থেকে ৩৫টি হাতির দল। মৃত শাবকটিকে কোনওভাবেই আলাদা করতে নারাজ মা হাতিটি। জানা গেছে দীর্ঘ প্রায় আধ কিলোমিটার মা তার মৃত শাবকটিকে নিজের শুঁড় দিয়ে আগলে জঙ্গলে আশ্রয় নেয়।
জানা গেছে, জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের অন্তর্গত আমবাড়ি চা বাগানে মৃত্যু হয় এক হস্তিশাবকের। এদিন একটি হাতির দল এক জঙ্গল থেকে আর এক জঙ্গল পারাপার হওয়ার সময় এই হস্তি শাবকের মৃত্যু হয়েছে।
4/6
কোথায় রয়েছে হাতির দল?
কী কারণে মৃত্যু হলো এখনও পরিষ্কার করে জানা যানানো হয়নি বনদপ্তরের তরফে। বনদপ্তর সূত্রে খবর ওই হস্তিশাবকটির মা সহ ৩০-৩৫ টি হাতির দল চা বাগানের জঙ্গলে রয়েছে।
5/6
উদ্ধার হয়নি হস্তিশাবক
এখনও হস্তিশাবকটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অল্প কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করে ফেলবে বলে জানানো হয়েছে।
6/6
কখন উদ্ধার হবে হস্তিশাবক?
বনদপ্তর এর কর্মীরা নজরদারি রাখছেন হাতির দলটির উপর। হয়তো সূর্য নামলেই সেটিকে উদ্ধার করা সম্ভব হবে বলে সূত্রে খবর।