নিজস্ব প্রতিবেদন:  মামার বাড়ি ও পিসির বাড়িতে ঘুরতে গিয়ে ভাগীরথীতে স্নান করতে গিয়েছিলেন। ঘটনাচক্রে নদীতে তলিয়ে গেলেন এক যুবক। গোটা ঘটনায় পূর্ব বর্ধমানের কাটোয়ার পাল পাড়ায় শোকের ছায়া।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বছর ১৮-র ওই যুবকের নাম অপূর্ব পাল। তিনি পাটুলির বাসিন্দা। শনিবার বেলা ১টা নাগাদ কাটোয়ার ভাগীরথী নদীতে স্নান করতে গিয়েছিলেন তিনি। তাঁর সঙ্গে গিয়েছিল কাটোয়ার পাল পাড়ার বাসিন্দা ও কাটোয়া ভারতীভবন উচ্চ বিদ্যালয়ের ছাত্র দেবদ্বীপ পাল, দোগাছিয়ার বাসিন্দা জিৎ বিশ্বাস এবং তাঁর ১৩ বছরের ভাই ইন্দ্রজিৎ বিশ্বাস। জানা গিয়েছে, কাটোয়ার ভাগীরথীর ছেড়াখাল ঘাটে স্নান করতে যান তাঁরা। সাঁতার কাটতে কাটতে হাঁপিয়ে যাওয়ায়, পাশে নৌকা দেখে চারজন তাতে উঠে বসেন। 


অভিযোগ, হঠাৎ পিছন থেকে কে বা কারা তাঁদের লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। ইটের আঘাতে একজনের হাত ফেটে যায়। ভয় পেয়ে সকলে ফের ভাগীরথীতে ঝাঁপ দেয়। তিনজন সাঁতরে পাড়ে উঠে এলেও, অপূর্ব পাল ভাগীরথীর জলে তলিয়ে যায়। বেঁচে ফিরে আসা তিনজনের অভিযোগ, এলাকার বাসিন্দাদের কাছে উদ্ধারের অনুরোধ করলেও, কেউ এগোয়নি। ঘটনার খবর পেয়ে, কাটোয়া থানার পুলিস ঘটনাস্থলে যায়। ডুবুরি নামিয়ে তলিয়ে যাওয়া যুবকের খোঁজ চলছে। 


আরও পড়ুন: Bolpur Minor Girl Gang Rape: "মেয়ের সঙ্গে নোংরামি করেছে ওদের ছেলেগুলো, এখন বলছে পুড়িয়ে মেরে দেব"


আরও পড়ুন: Hanskhali Rape Case: হাঁসখালি ধর্ষণকাণ্ডে CBI-এর জালে অভিযুক্ত রঞ্জিত মল্লিক