নিজস্ব প্রতিবেদন:   ফোন করে বাড়ি থেকে ডেকে  যুবককে লক্ষ্য করে গুলি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের রসপুঞ্জ। আহত যুবক এলাকার নার্সিংহোমে চিকিত্সাধীন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: সদ্যোজাতর মৃত্যু ঘিরে ধুন্ধুমার সুপার স্পেশালিটি হাসপাতালে!


সাইদুল তরফদার দর্জির কাজের সঙ্গে যুক্ত। তবে ইদানীং  কনডাক্টর হিসাবে  কাজ করছেন।  পরিবারের সদস্যদের দাবি,  বুধবার  রাত  ৮ টা নাগাদ  সাইদুলের মোবাইলে একটি ফোন আসে।  বাড়ির লোককে তিনি জানান, রসপুঞ্জের মনসা তলায় তাঁকে কেউ বা কারা ডাকছে।  এরপর রাতে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।  রাতে ফিরছেন না বলে পরিবারের সদস্যরা এলাকায় খোঁজ শুরু করেন।  এরপরই স্থানীয়দের কাছ থেকে তাঁরা জানতে পারেন, সামালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে সাইদুলকে।


 


আরও পড়ুন: মালয়েশিয়ায় পুলিসের জাল থেকে বাংলার শ্রমিককে ফেরানোর উদ্যোগ


হাসপাতালে গিয়ে পরিবারের সদস্যরা দেখেন, বুকের পাঁজরে গুলি লেগেছে সাইদুলের। তাঁর অবস্থা আশঙ্কাজনক।  শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সাইদুলের শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। তবে  তাঁর তিনি এখনও বিপন্মুক্ত নন।  বিষ্ণুপুর থানায়  অভিযোগ দায়ের করেছেন সাইদুলের স্ত্রী।