নিজস্ব প্রতিবেদন: রাস্তার দু’ধারে তখন থিক থিকে ভিড়। প্রত্যেকের চোখেমুখে অধীর অপেক্ষা। সঙ্গে উদ্দীপনা এবং উচ্ছ্বাস। মুখ্যমন্ত্রীর কনভয় এই রাস্তা দিয়েই যাবে আর কিছুক্ষণের মধ্যে দিয়ে! যদি 'দিদি'কে এক ঝলক দেখা যায়! এদিকে ভিড় সামলাতে ব্যস্ত নিরাপত্তারক্ষীরা। এরমধ্যেই মুখ্যমন্ত্রীর কনভয় সবে ঢুকেছে, আর সঙ্গে সঙ্গে রব উঠেছে "মমতা দি জিন্দাবাদ"। তবে আচমকাই গোটা দৃশ্যে রোমাঞ্চকর মোড়। জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা ভেঙে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে ছুটে যান এক বৃদ্ধ। ঠিক কী করতে চলেছেন সেই বৃদ্ধ, তা নিরাপত্তারক্ষীরাও ঠাওর করতে পারেননি। লাল বাতির গাড়ির জানলার কাঁচ দিয়ে একটি চিঠি মুখ্যমন্ত্রীর হাতে গুঁজে দেন ওই বৃদ্ধ। মঙ্গলবার এমন ঘটনার সাক্ষী থাকল জলপাইগুড়ি গোশালা মোড়ের বাসিন্দারা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 

আরও পড়ুন: যাঁরা শিক্ষকতা করতে চান, তাঁদের জন্য সুখবর! বড়সড় নিয়োগের পথে রাজ্য সরকার


 

বছর ৭৫-এর রাজেন রায়ের লেখা সেই চিঠিতে কী ছিল?  


রাজেন রায় কোচবিহারের পাহাড়পুরের ১৮/২২১ নম্বর বুথের বাসিন্দা। তাঁর এলাকায় পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। বহু আবেদন নিবেদনেও মেটেনি সেই সমস্যা। তাই তিনি ঠিক করেছিলেন, এবার সমস্যার কথা খোদ মুখ্যমন্ত্রীকেই জানাবেন। রাজেন রায় জানতেন, আজ কোচবিহারের চ্যাংড়াবান্ধায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। তাঁর কনভয় যে গোশালা মোড় দিয়েই যাবে, তাও আগে থেকে জেনে নিয়েছিলেন তিনি। তাই মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর জন্য এই দিনটিকেইই বেছে নিয়েছিলেন রাজেন রায়। সেই মোতাবেক পরিকল্পনাও করেন তিনি। এরপর যেমন বাবনা, তেমন কাজ। সকলে যখন 'দিদি'কে এক ঝলক দেখার চেষ্টা করছেন, তখনই আচমকা মমতার কনভয়ের সামনে ছুটে যান বৃ্দ্ধ রাজেন রায়। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গিয়েছে পুলিসও। ক্ষণিকের চমক কাটতেই বৃদ্ধকে ধরতে ছুটে যান নিরাপত্তারক্ষীরা। কিন্তু তার আগেই গাড়ির জানলার কাঁচ দিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দিয়েছেন রাজেন রায়। সবমিলিয়ে এই পর্বটি কয়েক মুহূর্তের। তবে এতেই ঘাম ছুটেছে নিরাপত্তারক্ষীদের ও প্রশাসনের।


আরও পড়ুন: ক্লাস চলাকালীন টেবিলের ওপর ঢলে পড়লেন অধ্যাপক, তারপর...