Molestation: ধুপগুড়িতে স্কুলে ঢুকে ছাত্রীর `শ্লীলতাহানি`! অভিযুক্তকে গণপিটুনি
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস।
প্রদ্যুৎ দাস: ব্যবধান মাত্র কয়েকদিনের। স্কুলে ফের নাবালিকার 'শ্লীলতাহানি'! অভিযুক্ত যুবককে হাতনাতে ধরে ফেললেন স্থানীয় বাসিন্দারা। চলল বেধড়ক মারধর। জলপাইগুড়ির ধুপগুড়ির পর এবার ময়নাগুড়ি।
পুলিস সূত্রে খবর, রোজকার মতোই এদিনও বন্ধুদের সঙ্গে স্কুলে গিয়েছিল ওই নাবালিকা। স্কুল চত্বরেই একটি টিউবওয়েল থেকে জল খাচ্ছিল সে। তখন তোফেল হোসেন নামে স্থানীয় এক যুবক ওই স্কুল পড়ুয়ার শ্লীলতাহানি করে বলে অভিযোগ।
আরও পড়ুন: Nairobi Fly: বাড়ছে নাইরোবি ফ্লাইয়ের আতঙ্ক, রায়গঞ্জ-মালবাজারে আক্রান্ত বেশ কয়েকজন
তারপর? স্কুলের শিক্ষিকাকে ঘটনাটি জানান নির্যাতিতা। এরপরই বিষয়টি এলাকায় জানাজানি হয়ে যায়। অভিযুক্ত যুবককে খুঁজে বের করেন স্থানীয় বাসিন্দারা। শুরু হয় বেধড়ক মারধর। শেষপর্যন্ত পুলিসের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে।
আরও পড়ুন: Howrah: অবাঞ্ছিত কন্যা সন্তান? হাওড়ায় লোকাল ট্রেন থেকে উদ্ধার সদ্যোজাত
এর আগে, ধুপগুড়ির একটি স্কুলের আবার ক্লাসে 'শ্লীলতাহানি'র শিকার হন এক ছাত্রী। অভিযুক্ত পার্শ্বশিক্ষকের উপর চড়াও হয়ে বেধড়ক মারধর করেম অভিভাবকরা। কোনওমতে ওই শিক্ষককে উদ্ধার করল পুলিস।