Jalpaiguri: টেবিলে মদের বোতল,গ্লাস; বন্ধ ঘরে মিলল যুবকের নিথর দেহ
ভাড়াবাড়িতে একাই থাকতেন তিনি।
নিজস্ব প্রতিবেদন: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু? বন্ধ ঘর থেকে উদ্ধার হল যুবকের দেহ। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, দু'তিন আগেই মারা গিয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়িতে।
জানা গিয়েছে, মৃতের নাম দুঃশাসন বারিক। বাড়ি, ওড়িশায়। জলপাইগুড়িতে এক ঠাণ্ডা পানীয় প্রস্তুতকারী সংস্থার চাকরি করতেন তিনি। শহরের দিশারী মোড়ে ভাড়া বাড়িতে একাই থাকতেন। গত কয়েকদিন ধরে চেষ্টা করছিলেন। কিন্তু দুঃশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না তাঁর সহকর্মীরা। এমনকী, কোনও সাড়াশব্দ পাচ্ছিলেন না প্রতিবেশীরাও।
আরও পড়ুন: Kidnap: কথা পাকা হতেই বাড়িতে ডাকে 'কাজের মাসি', উত্তরবঙ্গের বাসিন্দার তারপরের অভিজ্ঞতা ভয়ঙ্কর!
এদিন সকালে দুঃশাসনের বারিকের ভাড়াবাড়িতে যান তাঁর কয়েকজন সহকর্মী। বাইরে থেকে ডাকাডাকি করে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। শেষপর্যন্ত খবর দেওয়া হয় থানায়। তালা ভেঙে বাড়ির ভিতরে ঢোকে পুলিস। দেখা যায়, ঘরে ডাইনিং টেবিলের পাশে পড়ে রয়েছে নিথর দেহ! আর টেবিলের উপর মদের বোতল ও গ্লাস। হৃদরোগে আক্রান্ত হয়েই কি মৃত্যু? দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন: Domjur Murder: কিশোরীকে শারীরিক নিগ্রহ, সৎ বাবাকে খুন করে 'গল্প ফাঁদল' মা-মেয়ে