Canning: মোবাইল না পেয়ে আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্র
অভাবের সংসারে কষ্ট করেই ছেলেকে পড়াশোনা করাচ্ছিলেন বাবা-মা।
নিজস্ব প্রতিবেদন: ফের প্রাণ কাড়ল মোবাইল! ছেলেকে বকাবকি করেছিলেন বাবা-মা। অভিমানে আত্মহত্যা করল অষ্টম শ্রেণির ছাত্র। বজবজের পর এবার ক্যানিং। হতবাক পরিবারের লোকেরা।
জানা গিয়েছে, মৃতের নাম শানু মণ্ডল। বাড়ি, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং-র কুমারশা গ্রামে। ট্যাংরাখালি পরশুরাম যামিনীপ্রাণ হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল সে। বাবা রাজমিস্ত্রির কাজ করেন। অভাবের সংসারে কষ্ট করেই ছেলেকে পড়াশোনা করাচ্ছিলেন বাবা-মা। এমনকী, শানুর পড়ার জন্য আলাদা একটি ঘরও তৈরি করে দিয়েছিলেন বাড়ির দোতলায়।
আরও পড়ুন: আপত্তিকর ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডের অভিযোগ, অপমানে আত্মঘাতী কলেজ ছাত্রী
তাহলে? গত কয়েকদিন ধরে মোবাইল ফোনের জন্য আবদার করছিল শানু। কিন্তু সেই আবদার মেটাতে পারেননি বাবা-মা। উল্টে এদিন সকালে ছেলেকে বকাবকি করেছিলেন তাঁরা। কিছুক্ষণ পরে নিজের পড়ার ঘরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ওই স্কুলছাত্র। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে শানুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।
আরও পড়ুন: কালাশনিকভ হাতে শিলিগুড়ির সুরক্ষায় তেজস্বিনী 'WINNERS' বাহিনী
এদিকে এই ঘটনার আকস্মিকতায় হতবাক মৃতের পরিবারের লোকেরা। মা-র আক্ষেপ, 'আমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। ভেবেছিলাম, উঁচু ক্লাসে উঠলে ছেলেকে মোবাইল কিনে দেব'। এর আগে গতকাল, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনারই বজবজে মোবাইল ব্যবহার করতে না দেওয়ার অভিমানে আত্মঘাতী হয় এক মাধ্যমিক পরীক্ষার্থী।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)