Video: ব্যাঙ্কেই `লক্ষ্মীর ভাণ্ডার`! বেসরকারিকরণ রুখতে এবার হাতিয়ার গান
গানটি ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
নিজস্ব প্রতিবেদন: প্রতিবাদ মানেই কি শুধু "চলছে না, চলবে না'-র মতো নেতিবাচক স্লোগান? বেসরকারিকরণ রুখতে এবার গানকে হাতিয়ার করলেন ব্যাঙ্ককর্মীরা। বার্তা দিলেন, 'ব্যাঙ্কই হোক আপনার লক্ষ্মীর ভাণ্ডার'। এই গান ইতিমধ্যেই মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কোথাও দশেরা, কোথাও বিজয়া, তো কোথাও আবার নবরাত্রি। দেশের প্রায় প্রতিটি প্রান্তেই এখন উৎসব চলছে। সাধারণ মানুষের কিন্তু স্বস্তি নেই। কেন? পেট্রোলের দাম আকাশছোঁয়া। লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে ভোজ্য তেল, শাক-সব্জি, এমনকী রান্নার গ্যাসেরও! কেন্দ্র আবার ধাপে ধাপে বেসরকারিকরণের পথে হাঁটছে। এলাকাভিত্তিক রেলের মালিকানা যখন বদলে যাচ্ছে, তখন প্রতিরক্ষাও কর্পোরেটের হাতে! দেশের লক্ষ লক্ষ মানুষ কর্মহীন।
আরও পড়ুন: Jalpaiguri: নাগপুরে বিপুল টাকা প্রতারণা করে উধাও, জলপাইগুড়ির যুবককে এসে ধরল মহারাষ্ট্র পুলিস
স্রেফ ব্যাঙ্কের বেসরকারিকরণই নয়, AIBOC- র প্রযোজনায় দেশের সামগ্রিক সমস্যা নিয়ে গান তৈরি করেছেন রাহুল-নীলাব্জ জুটি। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে আগেই নানা পদক্ষেপ করেছে ব্যাঙ্ক আধিকারিকদের সর্বভারতীয় সংস্থাটি। যেমন লিফটেল বিলি, গণস্বাক্ষর অভিযান। সেই তালিকায় এবার নবতম সংযোজন গান। তাদের অভিযোগ, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ব্যাঙ্কিং বিল পাল্টে দিচ্ছে কেন্দ্র। ফলে সাধারণ মানুষের গচ্ছিত টাকা চলে যাচ্ছে কর্পোরেটের হাতে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)