জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উৎসবের মাঝেই খুন বাংলায়। জয়নগরে শুট আউট। খুন তৃণমূলের পঞ্চায়েতের সদস্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাড়ির থেকে বেরনোর কিছু পরই দুষ্কৃতীদের অতর্কিত হামলায় খুন হলেন জয়নগর থানার অন্তর্গত বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাইফুদ্দিন লস্কর। তাঁর বয়স ছিল ৪৩ বছর।


জানা গিয়েছে তিনি বামনগাছি অঞ্চল তৃণমূলের সভাপতি। মৃত সাইফুদ্দিন লস্করের স্ত্রী সেরিফা বিবি লস্কর এই বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েতের প্রধান।


আরও পড়ুন: LIVE: জয়নগরে শ্যুট আউট, খুন তৃণমূলের পঞ্চায়েতের সদস্য


জানা গিয়েছে গুলির শব্দ শুনেই লোকজন ছুটে আসে এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জয়নগর এক নম্বর ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।


এদিকে ঘটনার খবর পেয়েই পদ্মেরহাট হাসপাতালে ছুটে আসেন স্থানীয় বারুইপুর পূর্ব বিধানসভার তৃণমূলের বিধায়ক বিভাস সরদার। বিভাস বাবুর দাবি দুষ্কৃতীরাই এই খুনের ঘটনা ঘটিয়েছে আর পুলিস এখনও পর্যন্ত দু'জনকে ধরতে পেরেছে।


আরও পড়ুন: Kali Puja 2023| Trikonapukur: দক্ষিণেশ্বরের আদলে তৈরি রৌপ্য সিংহাসন, ১২৫ বছর আগে পুজোর সূচনা হয় ত্রিকোণাপুকুর কালীমন্দিরে


শাসক দল সূত্রে খবর এলাকায় তিনি যথেষ্ট জনপ্রিয় ছিলেন। বিভাস বলেন, ‘নমাজ পড়তে গিয়ে যে সইফুদ্দিন এ ভাবে খুন হবে, আমরা ভাবিনি। ও এলাকায় জনপ্রিয় ছিল। মানুষকে সঙ্গে নিয়ে কাজ করত। গরিব মানুষের জন্য অনেক কাজ করেছে। ওর কোনও শত্রু আছে বলে আমার জানা নেই। কারা কেন এই কাজ করল, জানি না। যারা করেছে, তাদের কঠোর শাস্তি হওয়া উচিত’।


মৃতের বাবা ইলিয়াস লস্কর অভিযোগের অঙ্গুল তুলেছেন সিপিএম-এর দিকে। বারুইপুর এলাকার পুলিস সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন, এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানিয়েছে যাকে আটক করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)