নিজস্ব প্রতিবেদন: ব্যক্তিগত আক্রোশ নাকি রাজনৈতিক শক্রতা? মুর্শিদাবাদের কান্দিতে ভরসন্ধেয় গুলিবিদ্ধ  তৃণমূলকর্মী। আশঙ্কাজনক অবস্থায় তিনি ভর্তি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তদন্তে নেমেছে পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, আক্রান্তের নাম বরুণ ঘোষ। বাড়ি, কান্দির আন্দুলিয়া অঞ্চলের সন্তোষপুর গ্রামে। এদিন সন্ধেয় যখন বাড়ি ফিরছিলেন, তখন আন্দুলিয়া পঞ্চায়েত অফিসের সামনে ওই তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুলি লাগে বুকে। রক্তাক্ত অবস্থায় আক্রান্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ঘটনার তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।


আরও পড়ুন: Honour Killing? নবদম্পতির দেহ পৌঁছতেই ধুন্ধুমারকাণ্ড আরামবাগে


কেন এমন ঘটনা ঘটল? আক্রান্তের পরিবারে লোকেদের দাবি, গত কয়েক দিন ধরে টাকা-পয়সা নিয়ে এলাকার কয়েকজনের সঙ্গে গন্ডগোল চলছিল বরুণের। তারজেরেই এই হামলা। যদিও এই ঘটনার বিজেপির দিকে অভিযোগ আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল নেতারা। তদন্তে নেমেছে পুলিস।


আরও পড়ুন: BJP-র পোস্টার-ব্যানার ছেঁড়ার অভিযোগ, উত্তেজনা ছড়াল রানীগঞ্জে


আরও পড়ুন: ডায়মন্ড হারবারে BJP পার্টি অফিসে দলত্যাগী বিধায়ক, বাইরে বিক্ষোভ TMC-র