নারায়ণ সিংহরায়: শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে নয়া অতিথি। মা হল সাদা বাঘ কিকা। কবে? পার্ক সূত্রে খবর, চলতি মাসের ১২ তারিখ দুটি সন্তানের প্রসব করে ওই সাদা বাঘটি। তবে একটি মৃত। কিকা ও তার জীবিত সন্তানকে আপাতত ২৪ ঘণ্টাই নজরদারিতে রাখা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Bagnan: শরীরে একাধিক আঘাতের চিহ্ন, গৃহবধূর মৃতদেহ হাসপাতালে ফেলে পালাল শ্বশুরবাড়ির লোকজন


বাঘের সংখ্যা ১০ থেকে বেড়ে হল ১১। একটির নাম শিলা, আর একটির স্নেহাশিস। ২০১৭ সালে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার আনা হয়েছিল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। কিছুদিন পর আনা হয় আরও একটি বেঙ্গল টাইগারকে। নাম, বিভান। এরপর ২০১৮ সালের ১১ মে অন্তঃসত্ত্বা হয় শিলা। জন্ম হয় ৩ শাবকের। তারমধ্যেই একটি ছিল সাদা বাঘ। মুখ্যমন্ত্রী নিজেই তার নাম দিয়েছিলেন কিকা। সেই কিকাই এবার সন্তান প্রসব করল।


বেঙ্গল সাফারি পার্কের ডিরেক্টর  কমল সরকার জানিয়েছেন, 'চলতি মাসের ১২ তারিখ দুপুরের দিকে কিকা দুটি সন্তান প্রসব করে। যাদের মধ্যে একটি মৃত। মৃত বাচ্চাই প্রসব করে সে। তবে মা ও বাচ্চা দুজনই ভালো হয়েছে। বেঙ্গল সাফারি পার্কে প্রজনন থেকে তাদের বেড়ে উঠা সবটাই ভালো ভাবে চলছে'।


আরও পড়ুন: Dooars: জঙ্গল-পাহাড়ে দেখুন বর্ষার অপরূপ রূপ, সঙ্গে বোনাস ইলিশ-বোরোলি...


এর আগে, এপ্রিলেও নয়া অতিথি আগমন ঘটেছিল বেঙ্গল সাফারি পার্কে। সেবারই প্রথম  জন্ম হয় ‘হিমালয়ান ব্ল্যাক বিয়ার’-র। বেঙ্গল সাফারি পার্কে এখন ভাল্লুকের সংখ্যা এখন  ৬। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)