নিজস্ব প্রতিবেদন: আগুনে পুড়ে মৃত্যু হল এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। গুরুতর আহত ওই সিভিক ভলান্টিয়ারের স্বামীও।  মালবাজার মহাকুমার চ্যাংমাড়ি গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি এলাকার ঘটনা। গতকাল রাত ১১ নাগাদ ঘটে এই দুর্ঘটনা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গেছে গতকাল রাতে বাড়ির রেফ্রিজেরেটর ফেটে আগুন লেগে যায়। নিমিষেই ঘরের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে পুরে মারা যান জ্যোৎস্না মন্ডল(২৭)নামে ওই সিভিক ভলান্টিয়ার।  সেই সময় স্ত্রীকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন তাঁর স্বামী অভিজিৎ মন্ডল (৩০)। তিনিও সিভিক ভলান্টিয়ার।   স্থানীয়রা অভিজিৎ মন্ডলকে মালবাজার হাসপাতালে ভর্তি করেন। পরে সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷



আরও পড়ুন- বর্ধিত ফি কমানোর দাবিতে আন্দোলনে অভিভাবকরা, ধুন্ধুমার বাগুইআটির স্কুলে


খবর পেয়ে ময়নাগুড়ির দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ এর কাজে হাত লাগায়। মালবাজার পুলিস জানিয়েছে, রাতেই আগুনে পুরে মারা গিয়েছেন জ্যোৎস্না মন্ডল। গুরুতর জখম হন স্বামী। ওনার চিকিৎসা চলছে উত্তর বঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে।