বর্ধিত ফি কমানোর দাবিতে আন্দোলনে অভিভাবকরা, ধুন্ধুমার বাগুইআটির স্কুলে

স্কুল চত্বরে বিক্ষোভ চলার মাঝেই স্কুলের ওরফে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে পাঠিয়ে আন্দোলনকে থামানোর চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ।

Updated By: Dec 13, 2019, 12:49 PM IST
বর্ধিত ফি কমানোর দাবিতে আন্দোলনে অভিভাবকরা, ধুন্ধুমার বাগুইআটির স্কুলে

নিজস্ব প্রতিবেদন: বাগুইআটিতে প্রমীলা মেমোরিয়াল স্কুলে ফি বৃদ্ধি ঘিরে উত্তেজনা। শুক্রবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। অভিভাবকদের অভিযোগ, তাঁদের দুষ্কৃতী বলে অভিযুক্ত করে বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ।

পাশাপাশি অস্বাভাবিক হারে ফি বৃদ্ধি ও সেশন চার্জ বাড়ানোর প্রতিবাদে আজ স্কুলের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখান অভিভাবকরা। বিক্ষোভ চলার মাঝেই স্কুলের ওরফে বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিকে পাঠিয়ে আন্দোলনকে থামানোর চেষ্টা করে স্কুল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: গড়িয়াহাটে বৃদ্ধা খুনে নয়া তথ্য, পুলিসের সন্দেহের তালিকায় মৃতার ছোট ছেলে

আন্দোলনকারীদের অভিযোগ, স্কুলের প্রিন্সিপাল ও অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার দেখা করার চেষ্টা করলেও অভিভাবকদের সঙ্গে দেখা করেনি স্কুল কর্তৃপক্ষের কেউই। অন্যদিকে স্কুলের বর্ধিত ফি না কমালে অভিভাবকরা তাঁদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে।

Tags:
.