নিজস্ব প্রতিবেদন:  ফের কুসংস্কারের বলি। ওঝার বুজরুকিতে প্রাণ গেল যুবকের। ঘটনাটি ঘটেছে পুরনো মালদার যাত্রাভাঙা গ্রাম পঞ্চায়েতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ভালোলাগার মানুষকে ছেড়ে ফিরতে চেয়েছিলেন স্বামীর কাছে, পরিণতি...


পড়ে গিয়ে শরীরের একদিক অসাড় হয়ে যায় বছর তিরিশের আসাদুল্লাহ শেখ নামে এক যুবক। তাঁকে হাসপাতালে না নিয়ে গিয়ে ঝাড়ফুঁকের জন্য ওঝার কাছে নিয়ে যায় পরিবার। সোমবার আসাদুল্লাহকে বাড়িতে নিয়ে এলে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। মঙ্গলবার আরও এক ওঝাকে বাড়িতে ডেকে পাঠান হয় ঝাড়ফুঁকের জন্য। অসুস্থ যুবকের ওপর এবার ঝাড়ফুঁকের নামে শারীরিক অত্যাচার চলে বলে অভিযোগ।


আরও পড়ুন: কল্যাণীতে সাতসকালেই ভয়ঙ্কর ঘটনা, রাস্তার ধারে চোখ পড়তেই গায়ে কাঁটা দিল স্থানীয়দের


 আরও সঙ্কটজনক হয়ে পড়েন রোগী। অবশেষে গ্রামের মানুষের সহযোগিতায় তাঁকে মালদহ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। মঙ্গলবার সন্ধ্যাতেই মৃত্যু হয় আসাদুল্লাহর। ঝাড়ফুঁকের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। আর তার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।