কল্যাণীতে জোড়া খুন, কারণ নিয়ে ধন্দে পুলিস
কোনও যোগসূত্র রয়েছে কীনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
![কল্যাণীতে জোড়া খুন, কারণ নিয়ে ধন্দে পুলিস কল্যাণীতে জোড়া খুন, কারণ নিয়ে ধন্দে পুলিস](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/06/28/126134-kalyani.jpg)
নিজস্ব প্রতিবেদন: সাতসকালে পথ চলতি মানুষের চোখ রাস্তার ধারে পড়তেই গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। পাড়ারই দুই ছেলে রক্তাক্ত ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে রয়েছে মাটিতে। পাশে একটি মোটরবাইক। স্পষ্টতই মনে হচ্ছিল, খুন করে ফেলে রাখা হয়েছে তাদের। সাতসকালে ভয়ঙ্কর ঘটনা কল্যাণীতে।
আরও পড়ুন: সাত বছরের ছেলেকে বাড়িতে যৌন নির্যাতন, এরপরের ঘটনা আরও ভয়ঙ্কর...
বৃহস্পতিবার সকালে কল্যাণী পুরসভার এক নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনির রাস্তা থেকে উদ্ধার হয় দুজনের ক্ষতবিক্ষত দেহ। নিহতদের নাম দীপঙ্কর ঘটক ও সুশান্ত মণ্ডল। দীপঙ্কর কল্যাণী শিক্ষায়তনের দ্বাদশ শ্রেণির ছাত্র। পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে তাকে ফোন করে ডেকে নিয়ে যায় এক যুবক। রাতভর কোনও খোঁজ ছিল না তার। অন্যজন সুশান্ত মণ্ডলের বাড়ি রবীন্দ্রনাথ কলোনিতে। পেশায় মার্বেল মিস্ত্রি সুশান্তকেও গত রাতে ডেকে নিয়ে কে বা কারা। কি কারণে খুন, এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন: দ্বিতীয় শ্রেণির ছাত্রীটি পাশে ঘরে যে এই কাজ করছিল, তা একবারও টের পেলেন না মা-দিদি
ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি মোটরবাইক। মোটরবাইকটি কার, খোঁজ করছে পুলিস। একইসঙ্গে দুটি খুনের মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কীনা তাও খতিয়ে দেখা হচ্ছে।