সোমা মাইতি: ব্যবধান সপ্তাহ খানেকের। বোমা বাঁধতে গিয়ে উড়ে গেল হাত! গুরুতর আহত হলেন যুবক। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থল, সেই মুর্শিদাবাদের ডোমকল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, আহত যুবকের নাম মুকুলেশ্বর ওরফে বাচ্চু। বাড়ি, ডোমকলে মেহেদিপাড়া এলাকায়। এদিন সকালে আচমকাই বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। কীসের শব্দ? তাঁরা দেখেন, এলাকায় একটি স্কুলে পিছনে পাটক্ষেত্রে বিস্ফোরণ ঘটেছে। শুধু তাই নয়, সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বাচ্চু। বিস্ফোরণের তাঁর একটি হাত উড়ে গিয়েছে! বহরমপুরের একটি বেসরকারি হাসপাতালে।


আরও পড়ুন: Birbhum Murder: গামছায় ঢাকা আলো, ভাঙা দরজা! ঘরে যুবতীর রক্তাক্ত অর্ধনগ্ন দেহ...


কীভাবে বিস্ফোরণ ঘটল? স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দিনেদুপুরে পাটক্ষেত্রে বসে বোমা বাঁধছিলেন মুকুলেশ্বর। তখনই কোনওভাবে বোমা ফেটে যায়। ঘটনার পর থেকে সুনসান এলাকা। আতঙ্ক এতটাই যে, ঘর থেকে বেরোতে চাইছেন না স্থানীয় বাসিন্দারা।


আরও পড়ুন: Elephant At Ration shop: রেশনের জন্য বারবার দুয়ারে হাতি, তটস্থ চা বাগান


এর আগে, ৪ জুলাই সোমবার রাতে ডোমকল পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বঘারপুর রমানা এলাকায় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন  হারান সিরাজুল শেখ নামে এক যুবক। গুরুতর আহত হন তাঁর সঙ্গী নাজিবুল শেখ। রাতে মাঠে বসে বোমা বাঁধছিলেন বেশ কয়েকজন! অভিযোগ উঠেছিল সেবারও। NIA তদন্তের দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)