নিজস্ব প্রতিবেদন : সিবিআই হোক বা ইডি-ই হোক, কাউকেই দিয়েই তাঁকে ভয় দেখানো, ভয় পাওয়ানো সম্ভব নয়। এদিন ঠাকুরনগরের সভা থেকে হুঙ্কার দিলেন অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। তাঁর সাফ কথা, যাকে খুশি তাকে আমার পিছনে লাগিয়ে দিন, কিন্ত আমি 'মেরুদণ্ড বিক্রি' করব না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কয়লাকাণ্ডে (Coal Scam) অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্য়ায়ের (Rujira Banerjee) সঙ্গে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের যোগ থাকার তথ্য তাদের হাতে এসেছে বলে দাবি করেছে সিবিআই। রবিবার প্রথম রুজিরাকে জিজ্ঞাসাবাদ করার জন্য় বাড়িতে গিয়ে নোটিস ধরায় সিবিআই (CBI)। তবে সেদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকদের মুখোমুখি হননি রুজিরা। এরপর সোমবার ফের বাড়ি গিয়ে দ্বিতীয় দফায় নোটিস ধরায় সিবিআই। পরের পর নোটিসের প্রেক্ষিতে একদিন সময় চেয়ে নেন রুজিরা। এরপর মঙ্গলবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিষেকের স্ত্রী। অভিষেকের বাড়ি 'শান্তিনিকেতন'-এ গিয়েই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। যদিও সিবিআই সূত্রে খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট নন আধিকারিকরা।


আরও পড়ুন, 'অন্য সম্পর্কে আপত্তি করায় শারীরিক নিগ্রহ', Rakesh-এর বিরুদ্ধে বিস্ফোরক Pamela


প্রসঙ্গত, ইতিমধ্যেই রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) ব্যাঙ্ককের ২টি অ্যাকাউন্ট সংক্রান্ত বিশদ তথ্য পেতে FIU (Financial Intrlligence Unit)-কে চিঠি পাঠিয়েছে CBI। রুজিরাকে জিজ্ঞাসাবাদের পরই  CBI-এর তরফে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহের তোড়জোড় শুরু হয়। রুজিরা ব্যানার্জির অ্যাকাউন্ট থেকে বাইরের দেশের মোট ৪টি অ্যাকাউন্টে লেনদেন চলত বলে অভিযোগ। যার মধ্যে রয়েছে, ব্যাঙ্কক ও লন্ডনের অ্যাকাউন্ট। সিবিআই-এর দাবি, প্রতি মাসে ওই অ্যাকাউন্টগুলিতে নীরজ সিং নামে এক মধ্যস্থতাকারীর মাধ্য়মে টাকা ফেলতেন বিনয় মিশ্র (Binoy Mishra)। কয়লা পাচার কাণ্ডে (Coal Scam) মূল অভিযুক্ত লালার কাছ থেকে টাকা আসত বিনয় মিশ্রের কাছে। তারপর মধ্যস্থতাকারীর মাধ্যমে তা বিভিন্ন প্রভাবশালীর কাছে পৌঁছে যেত।


উল্লেখ্য, বাড়িতে গিয়ে স্ত্রীকে সিবিআই নোটিস ধরানোর পর পরই প্রথমে টুইটারে তোপ দাগেন অভিষেক ব্যানার্জি (Abhishek Banerjee)। তারপর বুধবার ডানলপের সভা থেকে চড়া সুরে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। প্রশ্ন তোলেন, "ঘরের বউ কয়লা চোর? বাংলার মেয়েরা কয়লা চোর?" এরপর আজ ঠাকুরনগরের সভা থেকে 'বাড়িতে সিবিআই' নিয়ে  সুর চড়ান অভিষেকও। পাল্টা তোপ দাগেন, "আমার পিছনে সিবিআই লাগিয়ে দিয়েছে। আমি বলছি, শুধু সিবিআই, ইডি বা আয়কর কেন? আরও যা যা আছে, আমার পিছনে লাগিয়ে দিন। কিন্তু জেনে রেখে দিন, আমি মাথা নত করব না। মেরুদণ্ড বিক্রি করব না।"


আরও পড়ুন, মতুয়াদের ভোটার কার্ড অবৈধ হলে, PM নরেন্দ্র মোদী অবৈধ : অভিষেক