নিজস্ব প্রতিবেদন : ভাটপাড়া চেয়ারম্যানের রিলিফ ফান্ড নিয়ে এবার অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চে অভিযোগ দায়ের করলেন ভাটপাড়া পুরসভার প্রশাসক। অভিযোগ, ওই ফান্ডে ১০ কোটি টাকা ছিল। কিন্তু পুরো টাকাটাই একটা বেনামি অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগের ভিত্তিতে সাংসদ অর্জুন সিং ও প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। এফআইআর দায়ের করেছে এসিবি। সরকারি নিয়ম ভেঙে কীভাবে এই রিলিফ ফান্ড তৈরি করা হয়েছিল? তা খতিয়ে দেখতে ব্যাঙ্কের কাছ থেকে সমস্ত নথি জোগাড় করেছে পুলিস। প্রসঙ্গত, ব্যাঙ্কের টাকা তছরুপের অভিযোগ উঠেছে ব্যারাকপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে। 


এর আগে শনিবার বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের পেট্রোল পাম্পে হানা দেয় ইবি ও গোয়েন্দা দফতর। শ্যামনগরের রাউতাড়ায় অর্জুন সিংয়ের পেট্রোল পাম্প। পাম্পের পেট্রোলে কোনও ভেজাল আছে কিনা বা পাম্পের কাগজপত্র সঠিক কিনা, তা খতিয়ে দেখেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ব্যারাকপুর পুলিস কমিশনারেটের গোয়েন্দারা। সংগ্রহ করেন পেট্রোলের নমুনাও।


আরও পড়ুন, করোনা ওয়ার্ডের ভিতরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী কোভিড রোগী, চাঞ্চল্য এনআরএস-এ