নিজস্ব প্রতিবেদন:  বছর তিনেক আগে বিরল অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় আক্রান্ত দ্বিতীয় শ্রেণির ছাত্রী অদ্রিজা ঘোষ। চিকিত্সার জন্য প্রয়োজন ৩০ লক্ষ টাকা। কিন্তু নিজের সামান্য আয়ে সেই টাকা কোথা থেকে পাবেন অদ্রিজার বাবা। জি২৪ঘণ্টার পর্দায় সম্প্রচারিত হয় সেই সংবাদ। এরপরই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


বছর তিনেক আগে যখন মেয়ের শরীরে রোগ ধরা পড়েছিল, তখন যেন গোটা আকাশটাই ভেঙে পড়েছিল হুগলির চুঁচুড়ার আখানবাজারের বাসিন্দা অঞ্জনবাবুর মাথায়। কীভাবে মেয়ের চিকিত্সা করাবেন, কোথা থেকে আসবে এত টাকা, ভেবে কুলকিনারা করতে পারছিলেন না তাঁরা।




প্রথমে হাত বাড়িয়ে দেন চুঁচুড়ার বিধায়ক অসীত মজুমদার। তিনি অদ্রিজাকে বাড়ি গিয়ে দেখে আসেন। এরপর এলাকার ১৬০ টি ক্লাবকে পাশে দাঁড়ানোর জন্য আবেদন করেন তিনি। ক্লাবগুলিকে টাকা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই টাকা থেকেই প্রত্যেক ক্লাব কিছু অংশ করে দেয় অদ্রিজার পরিবারকে।
বিন্দু বিন্দু জমে তৈরি হয় সমুদ্র। অদ্রিজার অপারেশনের ব্যবস্থা করা সম্ভব হয়। ১২ ই জুন সকালে বিমানে বেঙ্গালুরু
 উড়ে যাবে অদ্রিজা। তাঁর বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হবে।


আরও পড়ুন: বিশ্ব পরিবেশ দিবসে  'ছক্কা  হাঁকালেন' দিলীপ ঘোষ, কলকাতার রাস্তায় ঘুরে রোপণ করলেন গাছ
অদ্রিজার বাবা বললেন, "যখন শুরু হয়েছিল তখন খরকুটোও ছিল না, আর এখন মনে হচ্ছে একটা নৌকায় রয়েছি।"