বিশ্ব পরিবেশ দিবসে 'ছক্কা হাঁকালেন' দিলীপ ঘোষ, কলকাতার রাস্তায় ঘুরে রোপণ করলেন গাছ

  রাজনীতিতে তিনি সর্বদাই চর্চিত। তবে রাজনীতির ময়দানের বাইরেও তিনি দারুণ হাতে ব্যাটিং করছেন।

Updated By: Jun 5, 2020, 11:18 AM IST
বিশ্ব পরিবেশ দিবসে  'ছক্কা  হাঁকালেন' দিলীপ ঘোষ, কলকাতার রাস্তায় ঘুরে রোপণ করলেন গাছ

নিজস্ব প্রতিবেদন:  রাজনীতিতে তিনি সর্বদাই চর্চিত। তবে রাজনীতির ময়দানের বাইরেও তিনি দারুণ হাতে ব্যাটিং করছেন।
আজ বিশ্ব পরিবেশ দিবসে বিভিন্ন জায়গায় গাছ লাগালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সল্টলেকের সুকান্তনগর, সল্টলেক BF-CF ব্লকে গাছ লাগান তিনি। এছাড়াও সেক্টর ফাইভ ও সল্টলেকের বিভিন্ন রাস্তাতেও ঘুরে গাছ লাগান।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সায়ন্তন বসু ও অভিনেত্রী অঞ্জু ঘোষ-সহ বিজেপির নেতাকর্মীরা।
এর আগে আমফান ঘূর্ণিঝড় বিধ্বস্ত বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "রথযাত্রার দিন কম করে একটি করে গাছ রোপণ করুন।"
নিজের সোশ্যাল পেজে তার বিস্তারিত ব্যাখা দিয়ে বিজেপি রাজ্য সভাপতি লেখেন,  " পরিবেশের অক্সিজেন শূন্যতা কমাতে বৃক্ষরোপণ করতেই হবে।" তবে   রাস্তা পরিস্কারের নামে সল্টলেকে গাছ কাটা নিয়ে বাম, ডানপন্থীদের অনেককেই ভ্রু কোঁচকাতে দেখা যায়।
পরিবেশবিদরা বলছেন, লকডাউনে পরিবেশ দূষণের মাত্রা অনেকটাই কমেছে। কিন্তু আমফানের তাণ্ডবে বড়সড় ক্ষতি হয়ে গিয়েছে পরিবেশে।

আরও পড়ুন: ধামাখালিতে চলছে বৈঠক, এরপর আমফান বিধ্বস্ত এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় দল
শুধুমাত্র কলকাতা শহরেই বড়, মাঝারি, ছোট মিলিয়ে ১০০০০ বেশি গাছ নষ্ট হয়েছে। এবার শহরের রাস্তায় গাছ লাগাতেই মন দিয়েছেন দিলীপ ঘোষ।

.