নিজস্ব প্রতিবেদন: শুক্রবার সকালেই করোনা মোকাবিলায় একাধিক অভিযোগ তুলে মুখ্যসচিবকে জোড়া চিঠি দিয়েছিল কেন্দ্রীয় দল। আর এরপরেই সমস্ত হাসপাতালের সুপার ও msvp-দের নিয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব রাজীব সিনহা। করোনা পরিস্থিতি মোকাবিলায় একাধিক সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে বৈঠকে। মেডিক্যাল কলেজগুলোতে জারি হয়েছে নির্দেশিকা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখে নেওয়া যাক কী কী বলা হয়েছে নির্দেশিকায়
*কোনও রোগীকে ফিরিয়ে দেওয়া যাবে না। রেফারেলের ক্ষেত্রে অ্যাম্বুলেন্স দিয়ে রোগীকে পাঠাতে হবে।
*মৃতদেহ সঙ্গে সঙ্গে ওয়ার্ড থেকে সরিয়ে ফেলতে হবে এবং প্রটোকল মেনে তা করতে হবে যত শীঘ্র সম্ভব।
*সমস্ত ডাক্তারকে বাধ্যতামূলকভাবে পিপিই কিট পরতে হবে।
*ডাক্তাররা যে সমস্ত জায়গা ব্যবহার করবেন সেগুলো রেগুলার স্যানিটাইজ করতে হবে।
*স্যাম্পেল সংগ্রহ করার ১২ ঘণ্টার মধ্যে রিপোর্ট দিতে হবে।
*এম আর বাঙ্গুর হাসপাতালের দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে
*স্বাস্থ্য ভবনের আধিকারিকদের নিয়মিত মেডিক্যাল কলেজগুলোতে ভিজিট করতে হবে।


উল্লেখ্য, রাজারহাট কোয়ারেন্টিন সেন্টার ও বাঙুর হাসপাতালের অব্যবস্থার অভিযোগ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে প্রথম চিঠিতে। প্রশ্ন তোলা হয়েছে, কেন টেস্ট ঠিকমত হচ্ছেনা? টেস্ট করতে কেনই বা এত সময় লাগছে? সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বলেও অভিযোগ তোলা হয়েছে চিঠিতে। 


এমনকি  মৃতদেহ দীর্ঘক্ষণ হাসপাতালের বেডে কেন রেখে দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলে কেন্দ্রীয় দল। দ্বিতীয় চিঠিতে কেন্দ্রীয় দল জানতে চেয়েছে, কীসের ভিত্তিতে ডেথ অডিট কমিটি গঠন করা হয়েছে? এর পাশাপাশি  মৃত্যু সম্বন্ধে নিশ্চিত করতে সময় লাগছে কেন ও ICMR এর গাইডলাইন ডেথ কমিটি মানছে কী না সে প্রশ্নও তোলা হয়েছে চিঠিতে।