নিজস্ব প্রতিবেদন: পুজোর আগেই ঢুকছে থার্ড ওয়েভ, এমনই আশঙ্কা করছে স্বাস্থ্য মহল। তাই তার আগে বিশেষজ্ঞদের পরামর্শে সকলকে ভ্যাকসিন দিয়ে ফেলতে হবে। সেই মোতাবেক তৎপর রাজ্যের স্বাস্থ্য দফতর। আলিপুরদুয়ারের পাহাড় নদ নদী চড়াই উতরাই পেরিয়ে দূর্গম আদমা পাহাড়ের জনজাতির কাছে পৌঁছে দেওয়া হল করোনা ভ্যাকসিন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: Covid Update: ৮১ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ, মৃত ১ হাজার ৫৭৬ জন


 আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের বক্সা পাহাড়। সেই পাহাড় ছাড়িয়ে, একাধিক পাহাড়ি নদী পার করে আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা পৌঁছে গেলেন ডুকপা জনজাতির মানুষগুলোর কাছে ৷ আদমা পাহাড়ের মানুষের কাছে পৌঁছতে পায়ে হেঁটে যেতে হয় প্রায় ১০ - ১২ কিলোমিটার পথ। তাও আবার ট্রেক করে। জেলার স্বাস্থ্য দফতরের কর্মীদের সঙ্গে নিয়ে এই মানুষগুলোর দুয়ারে পৌঁছে দিলেন করোনা ভ্যাকসিন ৷



আরও পড়ুন: 'করোনার তৃতীয় ঢেউ অনিবার্য, ৬-৮ সপ্তাহে আছড়ে পড়তে পারে', জানালেন AIIMS প্রধান
 




রাজ্য সরকারের দুয়ারে ভ্যাকসিন প্রকল্প এমন ভাবেই দূর্গম এলাকার মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এই জেলা শাসকরা ৷ যদিও এখনও এই গ্রামের কাউকে করোনায় আক্রান্ত হতে হয়নি ৷ তবু তাদের যেন করোনা ছুঁতে না পারে তার জন্যই এই ব্যবস্থা ৷ কিছু মানুষ ভ্যাকসিনের নিতে ভয় পেলেও তাদের বোঝাতে পেরেছেন প্রশাসনের কর্তারা ৷ তাই গ্রামের প্রায় সকল মানুষ করোনা ভ্যাকসিন নিয়েছে বলেই দাবি জেলা প্রশাসনের কর্তাদের ৷ এই উদ্যোগে খুশি রাজাভাতখাওয়া গ্রাম পঞ্চায়েত প্রধান ববি লামা ৷