নিজস্ব প্রতিবেদন:  এ যেন খানিকটা উল্টো পুরাণ।  প্রথমে AIBOC র ডাকে ব্যাঙ্ক ধর্মঘট। পরে ক্লার্কদের ডাকে পরপর দুদিন ব্যাঙ্ক ধর্মঘট। কয়েকদিনের ব্যবধানে এতবার ব্যাঙ্ক ধর্মঘটের জেরে বারবার সমস্যায় পড়তে হয়েছে গ্রাহকদের। এবার তারই প্রতিবাদে দুদিন ব্যাঙ্ক বন্ধ থাকার পর বৃহস্পতিবার ব্যাঙ্ক খুলতেই গেটে তালা ঝুলিয়ে দিলেন গ্রাহকরা। ঘটনাটি  বর্ধমানের বাজেপ্রতাপপুরের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের শাখার।


রাজনৈতিক প্রার্থী খুঁজছে তৃণমূল, খসছে একাধিক তারা!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পরপর দুদিনের ধর্মঘটে খোলেনি ব্যাঙ্কের তালা। ব্যাঙ্ক কর্মচারীরা আসেননি কাজে। দুদিনের সেই ধর্মঘট  মিটতেই বৃহস্পতিবার  ব্যাঙ্কের শাখায় কাজে যান কর্মীরা। কিন্তু গত দুদিনে গ্রাহকরা পড়েছিলেন চরম অসুবিধায়। তাই বৃহস্পতিবার ব্যাঙ্ক খুলতেই ব্যাঙ্কের গ্রাহকরা তালা ঝুলিয়ে দিলেন। আধ ঘন্টা পর শেষ পর্যন্ত গ্রাহকরাই তালা খুলে দেন। শুরু হয় লেনদেন।


নিজেরটা বাড়িয়েছেন ১১ গুণ, গরিবদের বেতন বাড়াতে গায়ে ফোসকা পড়ছে মুখ্যমন্ত্রীর: সুজন


প্রসঙ্গত, ডিসেম্বরেই তিন দিন AIBOCর ডাকে ব্যাঙ্ক ধর্মঘট ছিল। ফের কয়েকদিনের ব্যবধানে মঙ্গল ও বুধবারও ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেন ক্লার্ক সংগঠন।