Bengal Weather Update: সমুদ্র উত্তাল হবে, তীব্র গতিতে বইবে হাওয়া! অঝোর বর্ষণে কি ঢেকে যাবে সারা বাংলা?
Bengal Rain Update: আগামীকাল সকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে সাত জেলায়। হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
অয়ন ঘোষাল: আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন আজ, সোমবারের বিকেলের আবহাওয়ার পূর্বাভাস। সঙ্গে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে, জানিয়ে দিলেন তা-ও।
# আগামী ২৯ অগাস্ট উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হবে নিম্নচাপ। দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর অবস্থান করছে। উত্তর ওড়িশা ও ঝাড়খণ্ডে যাবে।
## মৌসুমি অক্ষরেখার সক্রিয় জয়সলমীরের উপর। গভীর নিম্নচাপের মধ্যপ্রদেশের উপর দিয়ে ডালটনগঞ্জ বাঁকুড়া হয়ে বাংলাদেশের নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
### মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। আজ, সোমবার পশ্চিমবঙ্গ ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্র উত্তাল হবে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সমুদ্রে।
#### দক্ষিণবঙ্গ মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি বেশ কয়েকটি জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে আগামী ২৪ ঘণ্টায়।
##### আগামীকাল সকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে সাত জেলায়। হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম নদীয়াতে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কলকাতা-সহ আট জেলায়। কলকাতা হাওড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা।
###### মঙ্গলবারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাঁচ জেলায়। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। কলকাতা-সহ বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু-এক পশলা হতে পারে।
####### উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সব জেলাতেই থাকবে। নীচের দিকের জেলাগুলিতে বেশি সম্ভাবনা।
আরও পড়ুন: India: কয়েকশো কোটি বছর আগে প্রথম 'সুনীল জলধি হইতে উঠিল জননী, ভারতবর্ষ'! সে এক মহাবিস্ময়...
######### আগামীকাল সকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা মালদায়।