নিজস্ব প্রতিবেদন: ত্রিপল চুরির অভিযোগে নাম জড়াল নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর। এনিয়ে এফআইআর হল কাঁথি থানায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-Darjeeling Zoo-তে জন্ম নিল শিশু Redpanda


উল্লেখ্য, কাঁথি পুরসভার ডরমেটারি বিল্ডিং থেকে ওই ত্রিপল চুরি যায় গত ২৯ মে। দিনদুপুরে ওইসব ত্রিপল ওইসব ত্রিপল লরিতে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। পুসসভার কর্মীরা তা ধরে ফেলেন। এনিয়ে এফআইআর হয় গত ১ জুন। এর আগে একটি জিডিও হয়েছিল।


আরও পড়ুন-Covid-19 Vaccination এবার বয়সভিত্তিক; কার কত শতাংশ জানাল কেন্দ্র


ওই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিস। ত্রিপল চুরির অভিযোগে কাঁথি থানায় অভিযোগ করেন পুর প্রশাসক মণ্ডলীর সদস্য রত্নদীপ মান্না। এফআইআর-এ  শুভেন্দু(Suvendu Adhikari) ও সৌমেন্দু(Soumendu Adhikari) ছাড়াও নাম রয়েছে পুরকর্মী ও এক নাইট গার্ডের। এনিয়ে অবশ্য কোনও কথা বলতে চাননি সৌমেন্দু অধিকারী। 


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)