নিজস্ব প্রতিবেদন: দু-দিনের বঙ্গ সফরে আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সফরে কারা যোগ দিতে চলেছেন বিজেপিতে, তা নিয়েই এখন রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। গতবার অমিত শাহর সভামঞ্চ থেকে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী, সুনীল মণ্ডল-সহ একাধিক তৃণমূল নেতা। এবার ৩১ জানুয়ারি হাওড়ার ডুমুরজলায় সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকালই জানা গিয়েছিল অমিত শাহের সভাতেই সম্ভবত পদ্মশিবিরে যোগ দিতে চলেছেন তৃণমূল থেকে সদ্য বহিষ্কৃত বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। তবে একজন নয়, তালিকাটা বেশ লম্বা বলেই খবর বিজেপি সূত্রে। উঠে আসছে হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর নামও। বিক্ষুব্ধদের তালিকায় তাঁর নামও ওপরের দিকেই রয়েছে। 


রয়েছে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের নাম। গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডোমজুড়ের তৃণমূল বিধায়ক রাজীব ব্যানার্জিও। তবে সবটাই এখনও জল্পনার স্তরে। সত্যিই কারা দলবদল করবেন, তা জানতে অপেক্ষা মাত্র দু-দিনের।  


এদিকে গতকাল মুকুল রায়ের ইঙ্গিত, তৃণমূলের হেভিওয়েট নেতাদের অনেকেই যোগদিতে চলেছেন গেরুয়া শিবিরে। আর অমিত শাহ মানেই চমক। মন্তব্য দিলীপ ঘোষের। এবার তাঁর বঙ্গসফরে কারা যোগ দিচ্ছেন বিজেপিতে, তা অবশ্য খোলসা করেননি বিজেপি রাজ্য সভাপতি। তাঁর ছোট্ট জবাব, লিস্ট বেশ ভারী।