নিজস্ব প্রতিবেদন: দিল্লি থেকে এলেন। পুজো দিলেন কালীঘাটে। দক্ষিণেশ্বর গেলেন। কেউ দার্জিলিং গেলেন। বাংলার মানুষ গুজরাটের লোকটাকে মেনে নেবে? একদিন এসেই  সব ব্যপারটা বুঝে যাবে? অত সোজা! মঙ্গলকোটের কাশেমনগরে এভাবেই অমিত শাহকে নিশানা করলেন বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়ার প্রসঙ্গ টেনে শনিবার অনুব্রত বলেন,''আমরা ওই সব দালালি চাই না। আমরা চাই ৫৬ হাজার কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমার রাজ্যের পাওনা টাকা ফেরত দাও। ভিক্ষে চাই না। ওটা আমাদের হকের টাকা।''    


বাংলায় আসন্ন বিধানসভা ভোটে বিজেপি দুশোর বেশি আসন পাবে বলে দাবি করেছেন অমিত শাহ। বলেছেন,'''মে মাসের পর বাংলার ক্ষমতায় বসতে চলেছে বিজেপির সরকার। ২০০-র বেশি আসন পাব। তৃণমূলের শাসন শেষ হচ্ছে। নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে আশা নিয়ে তাকিয়ে বাংলার মানুষ।।'' কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যের পাল্টা দিয়েছেন অনুব্রত। তাঁর কটাক্ষ, ট্রাম্প গেল। মোদীও যাবে। ওঁর সঙ্গে খুব বন্ধুত্ব করেছিল। ওঁর সঙ্গে যে-ই বন্ধুত্ব করছে, তাঁরাই শেষ হচ্ছে। সময় হয়ে এসেছে, মোদীও যাবে। 


এ দিন পশ্চিম মঙ্গলকোটের  ৪টি পঞ্চায়েতের ৫৯ টি বুথের কর্মীদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের জেলা সভাপতি। অঞ্চল সভাপতিদের মানুষের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন অনুব্রত।


আরও পড়ুন- দু'শোর বেশি আসন পাব, মে মাসের পর আপনার অ্যাকাউন্টে কেন্দ্রের টাকা: শাহ