`৯টার পরই ভয়ঙ্কর Khela`, ব্যাট হাতে হুঙ্কার Anubrata-র
`মনে আছে, কটা বাজছে? (হাতের ঘড়ি দেখিয়ে)... ৯টার পর খেলা শুরু করব। ভয়ঙ্কর খেলা।`
নিজস্ব প্রতিবেদন : ফের 'খেলা হবে' (Khela Hobe) হুঙ্কার অনুব্রতর (Anubrata Mondal) মুখে। 'ভয়ঙ্কর খেলা' হবের হুঙ্কার। একেবারে ঘড়ি দেখিয়ে 'খেলা শুরুর' সময় বেঁধে দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি।
বীরভূম জেলার বোলপুর তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আজ ছিল সেই খেলার অন্তিম দিন। অর্থাৎ ফাইনাল খেলা। সেই ফাইনাল খেলাতে যোগ দিতেই এদিন বোলপুরের ডাকবাংলো মাঠে আসেন অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। তারপর ব্যাট হাতে সোজা নেমে পড়েন মাঠে। বলকে সোজা পাঠান ওভার বাউন্ডারিতে। ক্রিকেট মাঠে ছক্কা হাঁকানোর পরই ভোট ময়দানেও 'খেলা হবে' নিয়ে হুঙ্কার অনুব্রত মন্ডলের।
অনুব্রত মন্ডল (Anubrata Mondal) এদিন বলেন, "খেলা আরম্ভ করেছিলাম শিবতলার মাঠে। মনে আছে, কটা বাজছে? (হাতের ঘড়ি দেখিয়ে)... ৯টার পর খেলা শুরু করব। ভয়ঙ্কর খেলা (Khela Hobe)। ২০১৭ সাল থেকে খেলা আরম্ভ করেছি।" প্রসঙ্গত, ২০১৭ সালে বোলপুরের শিবপুর মৌজা জমি আন্দোলনের সময় বীরভূম জেলা পুলিসের ডিএসপি হেডকোয়ার্টার কাশীনাথ মিত্রকে ঘড়ি দেখিয়ে অনুব্রত মন্ডলকে 'ভয়ঙ্কর খেলার' হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছিল। সেবার অনুব্রত মন্ডল হুমকি দিয়েছিলেন, "তাণ্ডবলীলা আমি খেলে দেব। ভয়ঙ্কর খেলে দেব। কটা বাজছে ঘড়িতে? ৩টে ১৫ বাজছে। ৭ পর্যন্ত সময় দিলাম। ৯টার মধ্যে ঢুকে যাব। একজনেরও বাড়িঘর রাখব না। চুরমার করে দেব। অবিলম্বে গ্রেফতার করুন। কোনও অজুহাত শুনব না। নইলে ৯টার ভিতর বাড়িঘর ভেঙে আমি জ্বালিয়ে দেব।" আসন্ন বিধানসভা ভোট আবহে যখন 'খেলা হবে' স্লোগান নিয়ে সরগরম বাংলা, তখন আরও একবার সেই পুরনো প্রসঙ্গ মনে করিয়ে দিলেন বীরভূমের তৃণমূল (TMC) জেলা সভাপতি।
উল্লেখ্য, এদিন হুগলির ডানলপ সাহাগঞ্জের জনসভাতেও 'খেলা হবে' হুঙ্কার দিতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তৃণমূল (TMC) নেত্রী এদিন নিজেকে 'গোলরক্ষক' বলে দাবি করে বলেন, "কি খেলা হবে তো? একুশের ভোটে একটাই খেলা হবে। একদিকে তৃণমূল থাকবে। আরেকদিকে থাকবে সিপিআইএম, কংগ্রেস, বিজেপি। আর আমি থাকব তৃণমূলের গোলরক্ষক। একটা গোলও মারতে পারবেন না। সব বার পোস্টের উপর দিয়ে বেরিয়ে যাবে।"
আরও পড়ুন, কয়লাকাণ্ডে 'ঘরের বউ' রুজিরাকে CBI নোটিস, ডানলপ সভায় ফুঁসে উঠলেন Mamata