একটা নেতা হোঁদল কুতকুত ও আর একটা কিম্ভূতকিমাকার: Mamata

সাহাগঞ্জের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের। 

Updated By: Feb 24, 2021, 05:46 PM IST
একটা নেতা হোঁদল কুতকুত ও আর একটা কিম্ভূতকিমাকার: Mamata

নিজস্ব প্রতিবেদন: সোমবার নরেন্দ্র মোদী (Narendra Modi) এসেছিলেন হুগলির সাহাগঞ্জে। দু'দিন পরে ওই মাঠেই সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ওই সভা থেকে মোদী-শাহকে নিশানা করলেন তৃণমূল নেত্রী। বিঁধলেন 'হোঁদল কুতকুত' ও 'কিম্ভূতকিমাকার' খোঁচায়।         

মোদী-শাহের নাম না করে এ দিন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) বলেন'এই দেশে এখন দু'টো নেতা। একটা নেতা হোঁদল কুতকুত। জানি না হিন্দি বা ইংরেজি কী বলে? এটা খাঁটি বাংলা শব্দ। আর একটা কিম্ভূতকিমাকার। বাংলা, ইংরেজি করে নেবেন। গায়ের জোর দেখাচ্ছে! কোথায় আঘাত করছে? আমার মাথায় ৪৬টি সেলাই আছে। চোখে অপারেশন হয়েছে। পেটে অপারেশন। হাতেও অপারেশন হয়েছে। কোমরে চোট নিয়ে কাজ করছি।'

সোমবার নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এই মেট্রোপথ চালু হওয়ায় অফিসযাত্রী থেকে সাধারণ মানুষের সুবিধার কথাও মেলে ধরেন। তৃণমূল সে দিনই অভিযোগ করেছিল,'এই মেট্রোর জন্য রেল বাজেটে বরাদ্দ করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee)। এ দিন সে কথা মনে করিয়ে মমতা বলেন,'বলছে আমি সব করে দিয়েছি। তারকেশ্বর-বিষ্ণুপুর লাইন করেছি। ডানলপ থার্ড লাইন করে দিয়ে গিয়েছি। দক্ষিণশ্বের মেট্রোও আমি করে গিয়েছিলাম। গড়িয়া থেকে দমদম মেট্রো আমি করে দিয়ে গিয়েছি। তুমি ফিতে কেটেছো। লজ্জাও করে না। করল কে লড়ল কে, টাকা দিল কে ,আর দালালি করল কে! দেশের প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলছে।'

আরও পড়ুন- ভোটের আগে টিকা কিনে বাংলাবাসীকে দেওয়া হবে ফ্রি-তে, PM Modi-কে চিঠি Mamata-র

.