জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আজই শেষ হচ্ছে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)  সিবিআই হেফাজতের মেয়াদ। ফের আসানসোলের বিশেষ সিবিআই (CBI) আদালতে পেশ করার জন্য অনুব্রত মণ্ডলকে নিজাম প্যালেস থেকে নিয়ে আসানসোলের উদ্দেশে রওনা দিয়েছেন সিবিআই আধিকারিকরা। এদিন অনুব্রতকে দেখতে পেয়েই প্রশ্নবাণ ছুঁড়ে দেন সাংবাদিকরা। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কিছু বলবেন কি না, এ প্রশ্নের জবাবে কেষ্ট বলেন, দিদি যা করেছেন অনেক করেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Anubrata Mondal: কোনও সম্পত্তি বেনামি নয়, সব ট্যাক্স দিয়ে কেনা, আদালতের পথে বিস্ফোরক কেষ্ট


প্রসঙ্গত, প্রাক্‌ স্বাধীনতা দিবস উদ্‌যাপনের অনুষ্ঠানে বেহালায় গিয়ে অনুব্রতের পাশে থাকার বার্তা দেন মমতা। সেখানে দাঁড়িয়েই বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রতের পাশে থাকার বার্তা দেন মমতা। তিনি জানিয়েছিলেন, অনুব্রত কিছুই চান না। এমনকি, তিনি রাজ্যসভায় পাঠাতে চাইলেও ‘কেষ্ট’ রাজি হননি। মমতা এও বলেছিলেন, কী করেছিল কেষ্ট? কেন ওকে গ্রেফতার করা হল? যতবার নির্বাচন হয়েছে ততবার ওকে ঘরবন্দি রাখা হয়েছে। ওকে বাইরে বেরই হতে দেওয়া হয়নি। ছেলেটা গত দু বছরে কত কষ্ট পেয়েছে আমি জানি।


সেই সময় অনুব্রত মণ্ডলের আইনজীবী জানিয়েছিলেন যে দিদির এই কথায় আত্মবিশ্বাস পেয়েছেন তিনি। আলিপুর কমান্ড হাসপাতালে যাওয়ার পথে অনুব্রতের প্রতিক্রিয়া ছিল, "দিদি তো পাশে থাকবেনই।ঠিকই তো বলেছেন। উনি বলবেন না? এ নিয়ে আমি আর কী বলব।’’এদিনও আসানসোল আদালতে যাওয়ার পথে সেই আত্মবিশ্বাসের মেজাজই ধরা পড়ল কেষ্টর গলায়। এদিকে,  আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়া নিয়ে শোরগোলের মধ্যেই আজ অনুব্রতকে পেশ করা হবে আদালতে। সূত্রের খবর, কনভয়ে রয়েছে ৭টি গাড়ি। রয়েছেন ৪০ জন সিআরপিএফ জওয়ান।


প্রসঙ্গত, গোরুপাচার কাণ্ডে গ্রেফতার করা হলেও অনুব্রত মণ্ডলের বিপুল টাকার কোনও সম্পত্তির হদিস প্রাথমিকভাবে পায়নি সিবিআই। কিন্তু তদন্ত যত এগোচ্ছে ততই একের পর এক রাইস মিলে বেনামে অনুব্রতর অংশীদারি, ঘনিষ্ঠদের কাছে বেনামে টাকা থাকার ব্যপারে সন্দেহ দৃড় হচ্ছে সিবিআইয়ের। এবার সিবিআইয়ের নজরে অনুব্রত ঘনিষ্ঠদের ১৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এনিয়ে চিঠি দেওয়া হয়েছে ৭টি ব্যাঙ্ককে।


আরও পড়ুন, Anubrata Mondal: কলকাতার নামী বই প্রকাশনা সংস্থায় খাটত কেষ্টর টাকা, আয়করকে জানাল সিবিআই


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)