নিজস্ব প্রতিবেদন: “ভাটপাড়ায় গুলি চালানোর জন্য পুলিসকে লেলিয়ে দিচ্ছেন মমতা।” ভাটপাড়ার অশান্তিতে গুলিবিদ্ধ হয়ে ১ যুবকের মৃত্যুতে প্রতিক্রিয়া বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



তাঁর অভিযোগ,  “পুলিস লেলিয়ে অশান্তি পাকানো হচ্ছে। কীভাবে শান্ত থাকবে এলাকা? পুলিসের গুলিতে মারা গিয়েছে। পুলিস আবার তাদের বাড়িতে গিয়েই হামলা চালাচ্ছে। পুলিসকে নিরপেক্ষ হতে হবে।”


অপরাধীদের ধর্মীয় রং না দেখে কড়া ব্যবস্থা নিন, মুখ্যমন্ত্রীকে চিঠি মুসলিম নাগরিকদের একাংশের


আজ ভাটপাড়ায় নতুন থানা উদ্বোধন হওয়ার কথা। থানা উদ্বোধন করার কথা ডিজির। ভাটপাড়ায় এতদিন পুলিস ফাঁড়ি ছিল। জগদ্দল থানার অন্তর্গত ছিল সেই ফাঁড়ি। কিন্তু ভোট পরবর্তী হিংসায় গত এক মাস ধরে উত্তপ্ত ভাটপাড়া। শান্তি ফেরানোর চেষ্টায় বার বার ব্যর্থ হতে হচ্ছে প্রশাসনকে। এলাকায় শান্তি ফেরাতে জগদ্দল থানা ভেঙে ভাটপাড়া থানা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভাটপাড়া ফাঁড়িটি-ই বদলে যাচ্ছে  থানায়। নতুন থানার ওসি হচ্ছেন রাজর্ষি দত্ত।


ভাটপাড়া ফাঁড়ির ২০০ গজের মধ্যেই চলছে বোমাবাজি। চলছে গুলির লড়াই। ইতিমধ্যেই গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয় রামবাবু সাউ নামে এক জনের। এখনও এলাকার পরিস্থিতি থমথমে।