নিজস্ব প্রতিবেদন:  ঘর ভাঙার খেলা জারি। এবার ড্যামেজ কন্ট্রোলে তৃণমূল। ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের বদলে সঞ্জয় সিং।  অর্জুনের পরিবার ভেঙে তাঁরই ভাই সঞ্জয় সিংকে দলে টানল তৃণমূল কংগ্রেস। শুক্রবার বিকাল চারটেয় কলকাতা তৃণমূল ভবনে অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিং তৃণমূলে যোগ দেবেন।  লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে সঞ্জয়ের হাত ধরে তৃণমূলে যোগ দেবেন ভাটপাড়ার বেশ কয়েকজন বিজেপি নেতাও। 

 


সম্পর্কে অর্জুন সিংয়ের ভাই হন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো নেই। কথা বলা তো দূরঅস্থ, মুখ দেখাও যে বন্ধ,  তা জানেন ভাটপাড়ার বাসিন্দারাও। রাজনৈতিক মতাদর্শও আলাদা তাঁদের। অর্জুন সিং যখন মমতা অনুগামী, তখন বিরোধী ছিলেন সঞ্জয়। এখন যখন ঘাস ফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখালেন অর্জুন, তখন মমতা অনুগামী সঞ্জয়।


সূত্রের খবর, শুক্রবারই তৃণমূলে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন সঞ্জয়। তাঁর সঙ্গে ভাটপাড়ার কয়েকজন কাউন্সিলরেরও যোগদানের সম্ভাবনা রয়েছে। 

লোকসভা নির্বাচনের আগে ঘর ভাঙার খেলায় মেতেছে পদ্ম শিবির। অর্জুন সিংয়ের অনুগামী ভাটপাড়া পুরসভার ২২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেন। সেক্ষেত্রে ভাটপাড়া পুর বোর্ড বিজেপির দখলে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। এরপরই ড্যামেজ কন্ট্রোলে ময়দানে নামে তৃণমূল কংগ্রেস। 

এদিন আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেওয়ার পরে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে সঞ্জয় সিংয়ের। মনে করা হচ্ছে, সেখানে দাদা অর্জুন সিং সম্পর্কে বেশ কিছু কথা বলতে পারেন তিনি।