নিজস্ব প্রতিবেদন: বাবুল সুপ্রিয়-র ছেড়ে যাওয়া আসনে আড়াই লাখেরও বেশি ভোটে জয়ী হবেন শত্রুঘ্ন সিনহা। সোমবার আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের টিকিটে মনোনয়নপত্র দাখিল করলেন শত্রঘ্ন সিনহা। সেই আসনে আড়াই লাখেরও বেশি ভোটে জিতবেন তৃণমূল প্রার্থী। আসানসোলে এসে এমনটাই দাবি করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আসানসোল লোকসভা আসনের উপনির্বাচনের জন্য দায়িত্ব পেয়েছেন তৃণমূলের সম্পাদক মণ্ডলীর সদস্য অনুব্রত মণ্ডল। রবিবার রাতেই এনিয়ে এলাকার কয়েকজন বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন অনুব্রত। 


সোমবার আসানসোলের কল্যাণপুর হাউজিং-এ শুভম ম্যারেজ হলে আসানসোলের সব কাউন্সিলর, পঞ্চায়েত সদস্য, ব্লক সভাপতিদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন। ওই বৈঠকে ছিলেন মন্ত্রী মলয় ঘটক, মেয়র-সহ আসানসোলের বিধায়করা। গত লোকসভা নির্বাচনে ও বিধানসভা ভোটের তথ্য ভিত্তিক ফলাফল নিয়ে আলোচনা করেন।  ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে নানারকম বার্তাও দিয়ে যান অনুব্রত।


আসানসোলে এবার কী হবে? সংবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রশ্নের উত্তরে একেবারে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দেন অনুব্রত। বলেন, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার ভালোরকম খেলা হবে। ২০১৬, ২০১৯ ও ২০২১ সালে যা বলেছিলাম সেটাই হয়েছে। এবার তাই হবে।


আরও পড়ুন-Weather: 'অশনি'-র শক্তিবৃদ্ধির মধ্যে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, জানাল হাওয়া অফিস


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)