Weather: 'অশনি'-র শক্তিবৃদ্ধির মধ্যে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, জানাল হাওয়া অফিস
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে
নিজস্ব প্রতিবেদন: বেলা বাড়তেই বাড়ছে তাপ। গ্রীষ্ম বলে জানান দিচ্ছে আবহাওয়া। এদিকে, ঘূর্ণিঝড় অশনি-র দাপটে হয়তো রাজ্যে বৃষ্টির আশঙ্কা করেছিলেন অনেকে। তবে তার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না।
আবহাওয়া দফতরের পূর্বভাসে বলা হয়েছে, আগামী ৫ দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্কই থাকবে। তবে আজ ও কাল মেদিনীপুর ও ঝাড়গ্রামে আকাশ মেঘলা থাকবে আকাশ। তাপমাত্রার কোনও বদল হবে না। অর্থাত্ তাপমাত্রা যেমন স্বাভাবিকের থেকে ৩-৪ ডিগ্রি বেশি রয়েছে সেরকমই থাকবে।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যান্য জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
অন্যদিকে, উত্তর আন্দামান সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল তা সন্ধেয় আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের আকার নেবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় তা আরও উত্তর দিকে এগিয়ে মায়ানমার উপকূলে পৌঁছবে। এর কোনও প্রভাব রাজ্য পড়বে না। তবে আন্দামানের কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন-৮ ঘণ্টা পার, দিল্লিতে ED-র সদর দফতরে জিজ্ঞাসাবাদ চলছে অভিষেককে